BUDGET 2023: ম্যাডাম, টিকিটের কালোবাজারি কবে বন্ধ হবে? নির্মলাকে খোলা চিঠি এক রেলযাত্রীর

Jan 16, 2023 | 2:31 PM

Union Budget 2023: দিল্লিতে একটি প্রকাশনা সংস্থায় কাজ করেন কলকাতার সৌমিত্র। করতে হয় দীর্ঘ রেলযাত্রা। সামনেই বাজেট। তাই বাজেটের আগে ট্রেনে যেতে যেতে ভারতীয় রেল সংক্রান্ত কিছু অভাব-অভিযোগ নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে চিঠি লিখলেন সৌমিত্র।

নির্মলা ম্যাডাম,

আমার নাম সৌমিত্র। কলকাতার বাসিন্দা। বর্তমানে দিল্লিতে একটি প্রকাশনা সংস্থায় কাজ করি। আজ পূর্বা এক্সপ্রেসের সাধারণ বগির পাদানিতে বসে দিল্লি যাচ্ছি। স্লিপারে রিজার্ভেশন কনফার্ম হয়নি। কনফার্ম করে দেবে বলে ৬৩৫ টাকার টিকিটের জন্য ১৫০০ টাকা দাবি করছিলেন এজেন্ট। আমার কাছে এত টাকা ছিল না। তাই আজ সাধারণ বগির পাদানিতে। এই সমস্যা শুধু আমার একার নয়। দেশের তিন প্রজন্ম পেরিয়ে গেলেও রেল যাত্রীদের যে ভাগ্যের উন্নতি হয়নি, সামান্য এই একটি বিষয়েই তার প্রমাণ মেলে। এখন বাজেটের মরসুম। কায়ক্লিষ্টে দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করছি বলেই আপনাকে চিঠি লিখে আমার এই সমস্যার কথা জানাচ্ছি। আমি কোথায় যেন পড়েছি যে আপনি বাজেটের জন্য পরামর্শ চেয়েছেন। তাই ল্যাপটপ খুলে এই চিঠি লিখতে লাগলাম। ট্রেনের গতিতে আমার ভাবনাগুলোও যেন ঝাঁকুনি খাচ্ছে।

ম্যাডাম, আমি গত ১৫ বছর ধরে ট্রেনে ভ্রমণ করছি। এত পরিবর্তনের পরও কেন টিকিটের এই কালোবাজারি বন্ধ হচ্ছে না তা বুঝতে পারি না। একের পর এক রেল বাজেট আসে যায়। বাজেটের আকার বাড়তে থাকে। কিন্তু আমার মতো সাধারণ বগিতে যাতায়াতকারী যাত্রীর দিন বদলায় না। বেশিরভাগ স্টেশন এবং ট্রেন এখনও অপরিষ্কার। টিকিটের জন্য হট্টগোল কমছে বলে মনে হচ্ছে না। স্টেশনে চা এবং খাবার যতটা দামি, গুণমানে ততটাই খারাপ।

রেলওয়ের ছোট বোন অর্থাৎ লোকাল EMU-এর হাল আরও খারাপ। যাঁরা বিলাসবহুল ট্রেনে ভ্রমণ করছেন তাঁরা অবশ্যই আপনাকে টুইট করে অভিনন্দন জানাচ্ছেন। তাঁরা খাবার এবং পানীয়ের ছবি পোস্ট করেন। আমরা এখন সাধারণ বগিতে কী ভোগান্তির মধ্যে যাতায়াত করি তা পরিবারের লোকেদের বলতেও পারি না। পরিচ্ছন্ন ট্রেনে ভ্রমণ, সময়মতো পৌঁছনো, ভালো সুযোগ-সুবিধা – আমরাও এসব পাওয়ার অধিকারী। এখন রেল বাজেট আর হয় না। সাধারণ বাজেটে রেলের অবস্থা, হিসেব-নিকেশ প্রকাশ করা হয়।

ম্যাডাম, আমার ছেলে ইউটিউবে বিদেশি ট্রেনের ভিডিও দেখেছে। আমাকে সে বলেছে, “বাবা, তোমার ট্রেনটাও কি এমন?” বাজেটে দয়া করে বলবেন, তাকে কী জবাব দেব? আশা করি আমার ছেলের স্বপ্নের গাড়ি ট্র্যাকে চলবে।

আপনার অনুগত

সৌমিত্র

Published on: Jan 13, 2023 02:42 PM