শুধু প্রকৃতিই তো নয়, কবি ভালবাসতেই বড় ভালবাসতেন। কেমন ছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়? পরিবার-আত্মীয়-বন্ধুর চোখে কেমন মানুষ ছিলেন তিনি?
শীতের চাদরে ধীরে ধীরে মুড়ছে শহর থেকে শহরতলি-গ্রাম-গঞ্জ-অলিগলি। বাঙালির জীবনে শীত আসলেই প্রবেশ ঘটে মোয়ার, জয়নগরের মোয়া। দক্ষিণ ২৪ পরগণায় অবস্থিত এই জয়নগরেরই ঠিক আগের স্টেশন বহরু। জয়নগরের মতোই জনপ্রিয় বহরুর মোয়াও। কিন্তু বাংলার এই ছোট্ট গ্রামটির সঙ্গে বাঙালির আরেকটি যোগসূত্র আছে। তিনি কবি শক্তি চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যে তাঁর পরিচিতি নিয়ে কথা বলা নেহাতই ধৃষ্টতা। আধুনিককালে বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতেে ছিলেন।
বহরুর রেললাইনের ধারে ছিল শক্তি চট্টোপাধ্যায়ের বাড়ি। দাদু সুবোধ চন্দ্র গঙ্গোপাধ্যায়ের কাছে এই বাড়িতেই সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন তিনি। বাড়িতে দাদু আর মাসির সঙ্গেই থাকতেন শক্তি চট্টোপাধ্যায়। প্রকৃতির মধ্যে বড় হওয়ার কারণেই বোধহয় বরাবরই সবুজকে ভালবেসে এসেছেন তিনি। তবে শুধু প্রকৃতিই তো নয়, কবি ভালবাসতেই বড় ভালবাসতেন। কেমন ছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়? পরিবার-আত্মীয়-বন্ধুর চোখে কেমন মানুষ ছিলেন তিনি? দেখুন ভিডিয়ো, শক্তি চট্টোপাধ্যায়- আমার বাবা।