Hooghly News: তোলাবাজিতে গ্রেফতার তৃণমূলের নেতা
মগড়া থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে।মগড়ার এক হিমঘর মালিকের থেকে তোলবাজির অভিযোগ তার বিরুদ্ধে।দেবরাজ পাল ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরি সভাপতি ছিলেন।কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেল খাটেন এই তৃণমূল নেতা।
মগড়া থানার পুলিশ গতকাল রাতে তাকে গ্রেফতার করে। মগড়ার এক হিমঘর মালিকের থেকে তোলবাজির অভিযোগ তার বিরুদ্ধে। দেবরাজ পাল ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাঁশবেড়িয়া শহর তৃণমূলের কার্যকরি সভাপতি ছিলেন। কয়েক বছর আগে একটি খুনের মামলায় জেল খাটেন এই তৃণমূল নেতা।আজ তাকে চু়ঁচুড়া আদালতে পেশ করা হয়। দেবরাজের দাবি তাকে ফাঁসানো হয়েছে। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে বিষয়ে তৃণমূল নেতা বলেন,যারা বিজেপির সঙ্গে মিশে আছে তারা।
বিজেপি হুগলি জেলা সম্পাদক সুরেশ সাউ বলেন,এর আগে ওই নেতার বিরুদ্ধে বহু অভিযোগ হয়েছে পুলিশ চুপ ছিল। তৃণমূলের ক্ষমতাসীন গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বের ফলে গ্রেফতার হয়েছে। এর সঙ্গে বিজেপির যোগ নেই। হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন বলেন,যেই হোক অভিযোগ হওয়ার পর তদন্ত করে পুলিশ ব্যবস্থা নিয়েছে। যা কিছু পদক্ষেপ তা নেওয়া হবে। তার বিরুদ্ধে অভিযোগ জোর করে সম্পত্তি দখলের চেষ্টা, তোলাবাজি, সম্মিলিত ভাবে অপরাধ সংগঠিত করা,অন্যায় ভাবে আটকে রাখা ও অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে।।