Anupam kher News: একটা উপদেশ অনুপমের জীবন গড়ে দেয়

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Nov 18, 2023 | 7:24 PM

Anupam kher News: বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা অনুপম খের। অতীতে অনুপম খেরের পরিবারে আর্থিক অনটন ছিল। ১৪ জনের পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন তাঁর বাবা। তবুও তাঁরা সুখী ছিলেন। অনুপম অভিনেতা হতে চেয়েছিলেন।

বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা অনুপম খের। অতীতে অনুপম খেরের পরিবারে আর্থিক অনটন ছিল। ১৪ জনের পরিবারে একমাত্র রোজগেরে ছিলেন তাঁর বাবা। তবুও তাঁরা সুখী ছিলেন। অনুপম অভিনেতা হতে চেয়েছিলেন।

তিনি মুম্বইয়ে আসেন। সেখানে তাঁর জীবন ছিল প্রতিকূলতায় ভরা। রাতের পর রাতের রেলওয়ে প্ল্যাটফর্মে ঘুমাতেন অনুপম। একদিন অনুপম খের তাঁর ঠাকুরদাকে চিঠি লেখেন। চিঠিতে অনুপম খের বলেন তিনি মুম্বইয়ে থাকতে চান না। অনুপম খের সিমলা বা লখনউ চলে যেতে চান। অনুপম খেরের ঠাকুরদা তাঁকে একটি উপদেশ দেন। অনুপমের ঠাকুরদা বলেন, ‘ভেজা মানুষ বৃষ্টিতে ভয় পায় না’। ঠাকুরদার এই উপদেশ অনুপম খেরের লড়াইয়ের তাগিদ বাড়িয়ে দেয়। তাঁর সাফল্যের রসায়ন এই উপদেশ। অনুপম খের তাঁর লড়াই চালিয়ে যান। আজ অনুপম খের একজন সফল অভিনেতা।

Published on: Nov 18, 2023 07:23 PM