Panchayat Election 2023 Result: হিংসা কমাতে শুরু রুটমার্চ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 14, 2023 | 5:27 PM

ভোট পরবর্তী হিংসা কমাতে গ্রামে গ্রামে পুলিশেের সঙ্গে কেন্দ্র বাহিনীর রুটমার্চ। ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্থান থেকে হিংসার খবর ছড়িয়েছিল। এবার সেই হিংসা কমাতে ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় এলাকায় রুটমার্চ করল রাজ্য পুলিশ ও আধা সামরিক বাহিনী।

ভোট পরবর্তী হিংসা কমাতে গ্রামে গ্রামে পুলিশেের সঙ্গে কেন্দ্র বাহিনীর রুটমার্চ। ভোট পরবর্তী সময়ে রাজ্যের বিভিন্ন স্থান থেকে হিংসার খবর ছড়িয়েছিল। এবার সেই হিংসা কমাতে ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এলাকায় এলাকায় রুটমার্চ করল রাজ্য পুলিশ ও আধা সামরিক বাহিনী। বসিরহাটের হাড়োয়া থানার লাউগাছি বিট হাউসের তত্ত্বাবধানে কুলটি অঞ্চলের কামারগাতি, চৌধুরী চক সহ একাধিক গ্রামে রুটমার্চ করল পুলিশ। পাশাপাশি এলাকার শান্তি শৃঙ্খলা খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকরা। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ান‍রা। গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে কথা বলে সাধারণ মানুষদের আশ্বস্ত করে পুলিশ। ভোট পরবর্তী সময়ে যেভাবে রাজ্যের বিভিন্ন স্থান থেকে হিংসার খবর ছড়িয়েছিল সে জায়গায় দাঁড়িয়ে ভোট পরবর্তী সময়ে পুলিশের এই ভূমিকা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।