FIFA World Cup 2022: স্পেন দলে ফের পরিবর্তন, বিতর্কে কোচ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 19, 2022 | 7:21 PM

স্পেনের কোচ এনরিকের বিরুদ্ধে বার্সেলোনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।

ভ্য়ালেন্সিয়ার অধিনায়ক হোসে গায়াকে (Jose Gaya) বাড়ি পাঠাতে বাধ্য় হল স্পেন (Spain)। ২৭ বছর বয়সী গায়ার বুধবার গোড়ালিতে সমস্য়া দেখা যায়। আহত গায়ার বিকল্পে বার্সেলোনার (Barcelona) আলেহান্দ্রো বালদেকে (Alejandro Balde) ডাকছে স্পেন। স্পেনের ম্য়ানেজার লুই এনরিকে ১৯ বছরের বালদেকেই জাতীয় দলে জায়গা দিয়েছেন। আজ পর্যন্ত সিনিয়র পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করেননি তিনি। বার্সার হয়ে লেফ্টব্য়াক বালদে মোট ২৩ টি ম্যাচ খেলেছেন। এরপরেই স্পেনের কোচ এনরিকের বিরুদ্ধে বার্সেলোনার প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। বালদে এই স্পেনের অষ্টম বার্সা ফুটবলার। স্পেনের কাছে মঙ্গলবার অবধি সময় ছিল গায়াকে প্রতিস্থাপন করার। এনরিকের প্রাথমিকভাবে মনে করেছিলেন, দ্রুত সেরে উঠতে পারেন গায়া।

Published on: Nov 19, 2022 07:21 PM