FIFA World Cup: এ বিশ্বকাপ শুধুই মারাদোনার

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 12, 2022 | 11:44 PM

১৯৮৬ সালের বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সে বার রানার্স হয়েছিল পশ্চিম জার্মানি।

এ বার কাতার বিশ্বকাপ (Qatar World Cup 2022) হবে মারাদোনাহীন। ১৯৮৬ সালের ২২ শে জুন, দিনটা ছিল রবিবার। আর্জেন্টিনা ও ইংল্য়ান্ডের কোয়ার্টার ফাইনাল। ‘হ্য়ান্ড অব গড’ গোলে আর্জেন্টিনা (Argentina) তখন ১-০ গোলে এগিয়ে। ঠিক তখনই তিনি আর একটি গোল করেন আর্জেন্টিনার এক তারকা। যেটাকে বিশ্ব ফুটবলের ইতিহাসে শতাব্দীর সেরা গোল হিসেবে ধরা হয়। দুটো গোলেরই মালিকের নাম দিয়েগো মারাদোনা। সেই দুটো গোলেই ইংল্য়ান্ডকে হারিয়ে সেমিফাইনালে ওঠে আর্জেন্টিনা। সেমিফাইনালে বেলজিয়ামকে ২-০ ব্যবধানে হারিয়ে দলকে ফাইনালে তোলেন মারাদোনা। ১৯৭৮-এর পর দ্বিতীয় বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সে বারও ২৪ দেশের মধ্য়ে বিশ্বকাপ হওয়ার কথা ছিল। অবশেষে অংশগ্রহণকারী দেশের সংখ্য়া বেড়ে দাঁড়ায় ১২১। প্রথম ম্য়াচে ৩-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অভিযান শুরু করেছিলেন মারাদোনারা।

১৯৮৬ সালের বিশ্বকাপ চ্য়াম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সে বার রানার্স হয়েছিল পশ্চিম জার্মানি। তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছিল ফ্রান্স ও বেলজিয়াম। সে বার টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছিলেন দিয়েগো মারাদোনা। ৮৬-র বিশ্বকাপে সর্বাধিক গোল করেছিলেন গ্য়ারি লিনেকার (ইংল্য়ান্ড)- ৬ গোল।