FIFA World Cup: জাগালোর কীর্তি, বিশ্বকাপ আবার ব্রাজিলের

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Nov 13, 2022 | 1:20 AM

১৯৯৪ সালে চতুর্থ বার খেতাব জেতে ব্রাজিল। কীর্তি গড়েন মারিও জাগালো।

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে (Pele) আশাবাদী, কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) চ্যাম্পিয়ন হবে তাঁর দেশ। উল্লেখ্য, ১৯৯৪ সালে চতুর্থ বার খেতাব জেতে ব্রাজিল। কীর্তি গড়েন মারিও জাগালো। ১৯৭০ সালে ফুটবলার হিসেবে বিশ্বচ্যাম্পিয়নের স্বাদ পেয়েছিলেন মারিও জাগালো। আর ১৯৯৪ সালে কোচ হিসেবে বিশ্বসেরা হওয়ার স্বাদ পান জাগালো। ১৯৩০ থেকে ৯০- এই ৬০ বছরে ব্রাজিল, ইতালি,জার্মানি এই তিনটি দেশ তিনবার করে বিশ্বকাপ জিতেছে। ১৯৯৪ এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় ঘটে জার্মানির। ইতালি ফাইনালে উঠে আসে। মুখোমুখি হয় ব্রাজিলের।

১৯৯৪ সালের বিশ্বকাপে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে যথাক্রমে সুইডেন ও বুলগেরিয়া। সে বার সেরা ফুটবলার হন রোমারিও (ব্রাজিল)। ১৯৯৪ সালের ফাইনালে ব্রাজিল কিন্তু সরাসরি ইতালিকে হারাতে পারেনি। পেনাল্টি শুট আউটের মাধ্য়মে চতুর্থ বার বিশ্বসেরা হয় ব্রাজিল। ৩-১ গোলে ইতালিকে হারিয়ে সেই বিশ্বকাপ জেতে ব্রাজিল। সে বার মারাদোনার আর্জেন্টিনা প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। প্রথম ম্য়াচে নবাগত গ্রিসকে ৪-০ গোলে হারিয়ে অভিযান শুরু করে আর্জেন্টিনা। গ্রিসের পর নাইজেরিয়ার বিপক্ষেও মারাদোনা খেলেন। কিন্তু এরপরই টুর্নামেন্ট থেকে তিনি বহিষ্কৃত হন ডোপ টেস্টে ধরা পড়ায়।

 

Published on: Nov 13, 2022 12:10 AM