FIFA World Cup: এমবাপেদের ছটায় ফের চ্যাম্পিয়ন ফ্রান্স

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 13, 2022 | 2:02 PM

২১তম ও শেষ বিশ্বকাপের আসর বসেছিল রাশিয়ার মাটিতে। ১৯৯৮-র পর ২০১৮ সালে ফ্রান্স দ্বিতীয় বার বিশ্বসেরা হয়েছিল।

কাতারে বসতে চলেছে ২২তম বিশ্বকাপ (Qatar World Cup 2022)। ২১তম ও শেষ বিশ্বকাপের আসর বসেছিল রাশিয়ার মাটিতে। ১৯৯৮-র পর ২০১৮ সালে ফ্রান্স দ্বিতীয় বার বিশ্বসেরা হয়েছিল। সে বার বাছাই পর্বে ২০৯টি দেশ অংশ নেয়। ৩১ টি দল মূলপর্বের যোগ্যতা অর্জন করে। তার সঙ্গে আয়োজক দেশ হিসেবে রাশিয়া টুর্নামেন্টে অংশ নিয়েছিল। ১৫ই জুলাই মস্কো শহরের লুঝনিকি স্টেডিয়ামে ৪-২ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে দ্বিতীয় বার বিশ্বকাপ তুলে নেয় ফ্রান্স। ৬ মিনিটের ব্য়বধানে পরপর দুটি গোল করে ফ্রান্সের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেন পল পোগবা ও কিলিয়ান এমবাপে। আর তাঁদের সুবাদে ফ্রান্স দ্বিতীয় বার বিশ্বকাপ শিরোপা লাভ করে ২০ বছর পর।

ফ্রান্স ও ক্রোয়েশিয়া চ্যাম্পিয়ন ও রানার্স হওয়ার পাশাপাশি শেষ বিশ্বকাপে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করে যথাক্রমে বেলজিয়াম ও ইংল্যান্ড। সে বার সর্বাধিক গোল করেন ইংল্যান্ডের হ্যারি কেন (৬ গোল)। সে বার সেরা গোলকিপারের পুরস্কার পান থিবো কুর্তোয়া। ২০১৮ সালের বিশ্বকাপে সেরা ফুটবলার হয়েছিলেন লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া)। শেষ বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সেরার পুরস্কার পেয়েছিলেন আঁতোয়া গ্রিজম্যান (ফ্রান্স)। সেরা যুব ফুটবলারের পুরস্কার ঝুলিতে ভরেছিলেন কিলিয়ান এমবাপে (ফ্রান্স)।