FIFA World Cup 2022: কাতার বিশ্বকাপ কি আদৌ কার্বন নিউট্রাল?
কাতার বিশ্বকাপ-২০২২ (Qatar World Cup 2022) এর আয়োজকদের মতে এ বারের বিশ্বকাপ হবে একটি কার্বন নিউট্রাল টুর্নামেন্টে।
কাতার বিশ্বকাপ-২০২২ (Qatar World Cup 2022) এর আয়োজকদের মতে এ বারের বিশ্বকাপ হবে একটি কার্বন নিউট্রাল (carbon-neutral) টুর্নামেন্টে। তবে পরিবেশ সংগঠনগুলি সতর্ক করেছে এটি কেবলই বিজ্ঞাপনের ভাষা হয়ে থেকে যাবে। কারণ, তাদের মতে এর আগে রাশিয়া বিশ্বকাপে কার্বন নিঃসরণের পরিমাণ ছিল ২.১ মিলিয়ন টন। সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লিগ্যাসি জানিয়েছে, কাতার বিশ্বকাপ যা কার্বন উৎপন্ন করবে, তা ৩.৬ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য। এর আগে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের কার্বন নিঃসরণের পরিমাণ ছিল ২.১ মিলিয়ন টন। সত্যিই কাতার বিশ্বকাপ কি কার্বন নিউট্রাল হবে? কাতারে উৎপাদিত ৩.৬ মিলিয়ন টন কার্বন ডাই অক্সাইডের সমতুল্য নিঃসরণের বেশিরভাগটাই, প্রায় ৯৫ শতাংশ আসছে কাতার বিশ্বকাপের জন্য পরিবহন, পরিকাঠামো নির্মাণ, স্টেডিয়াম এবং আবাসন তৈরির থেকে।
কার্বন মার্কেট ওয়াচের গবেষক গিলস ডুফ্রাসনে কাতার বিশ্বকাপের জলবায়ুর ওপর প্রভাব নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন। তিনি জানিয়েছেন, যে কার্বন নিরপেক্ষতার যে দাবিগুলি কাতার বিশ্বকাপ করছে তা প্রকৃত জলবায়ুর প্রভাবের নিরিখে বিভ্রান্তিকর এবং অসৎ। গ্রিনপিস মিডল ইস্টের প্রোগ্রাম ডিরেক্টর জুলিয়েন জেরেসাটি, কাতার বিশ্বকাপের এই কার্বন নিউট্রালিটির দাবিকে শাক দিয়ে মাছ ঢাকার মত মনে করছেন। আয়োজকদের অভিযুক্ত করে তিনি বলছেন এটা “উইন্ডো ড্রেসিং”। জুলিয়েন জেরেসাটি জোর দিয়ে বলেছেন যে টুর্নামেন্ট থেকে নেট-জিরো নির্গমনের দাবিকে “গ্রিনওয়াশিং বা স্পোর্টসওয়াশিং” বলা যেতে পারে।