FIFA World Cup 2022: সোনালি বেলজিয়ামের ‘শেষ’ সুযোগ

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 14, 2022 | 6:07 PM

বেলজিয়ামের (Belgium) সোনালি প্রজন্মের অন্যতম প্রতিনিধি কেভিন ডি ব্রুইনের এটাই শেষ বিশ্বকাপ।

বেলজিয়ামের (Belgium) সোনালি প্রজন্মের অন্যতম প্রতিনিধি কেভিন ডি ব্রুইনের এটাই শেষ বিশ্বকাপ। ৩০-এর কোঠায় পৌঁছে তাঁর অবসরের সিদ্ধান্ত জল্পনা বাড়াচ্ছে ফুটবল অনুরাগীদের। শুধু ডি ব্রুইনই নন,বেলজিয়ান ফুটবলের সোনালী প্রজন্ম এখন অবসরের দোরগোড়ায়। বেশিরভাগেরই বয়স ৩০ পার করেছে। কাতারে (Qatar World Cup 2022) তাই নিজেদের উজাড় করে দিতে মরিয়া রেড ডেভিলসরা।

২০১২ সালে ৪-২ ব্যাবধানে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতেছিল বেলজিয়াম। এনজো শিফোর দেশের ফের একবার ঝলকানি দেখে আলোচনা শুরু হয় ফুটবল দুনিয়ায়। কিন্তু তারপর হঠাৎই থেমে যায় বেলজিয়ানদের জয়যাত্রা। ২০১৪ সালের বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হেরে যায় বেলজিয়াম। ২০১৮ সালের সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও হারে তারা। নকআউট পর্বে উঠে তারকাখচিত বেলজিয়াম কাঙ্খিত কাপের থেকে অনেক দূরে থেমে যায়। ২০১৬ ও ২০২০ সালের ইউরো কাপেও সাড়া জাগিয়ে শুরু করেও ট্রফির ধারে কাছে পৌঁছতে পারেনি।

বেলজিয়ামের অধিনায়ক ইডেন হ্যাজার্ড বলেন, “আমরা একসঙ্গে প্রায় ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছি। তবে আমার মতে, একটা নজর কাড়া সাফল্য ছাড়া কোনা কিছুই এই সোনালি প্রজন্মকে সার্থক করতে পারবে না।”