FIFA World Cup 2022: কাতার গেলে লাগবেই হায়া কার্ড
কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) যাবেন ? তাহলে আপনার লাগবেই হায়া কার্ড (Hayya Card)। এই ভিডিয়োতে জানুন হায়া কার্ড কী?
কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) যাবেন ? তাহলে আপনার লাগবেই হায়া কার্ড (Hayya Card)। এই ভিডিয়োতে জানুন হায়া কার্ড কী? হায়া কার্ড ফ্যান আইডি একটি পার্সোনালাইজড ডকুমেন্ট। এ বারের ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচের জন্য প্রয়োজন হবে এই হায়া কার্ড। ম্যাচ দেখতে মাঠে ঢোকার জন্য কেবল মাত্র ম্যাচের টিকিট হলেই চলবে না, লাগবে এই হায়া কার্ড। কাতার বিশ্বকাপ চলাকালীন একজন ব্যক্তি একটি মাত্র হায়া কার্ডই পেতে পারেন। দেখে নিন কী কী কাজে আসবে এই হায়া কার্ড। কাতারে ঢোকার এন্ট্রি পারমিট হায়া কার্ড। স্টেডিয়ামে ঢুকতে আর টিকিট পেতেও লাগবে এই কার্ড। তাছাড়া বিনামূল্যে গণ পরিবহনের সুবিধা পেতেও লাগবে এই কার্ড
কাতারে গণ পরিবহন ব্যবস্থা বলতে কারওয়া বাস, কাতার মেট্রো, ট্রাম এবং ট্যাক্সি। কাতারে বিনামূল্যে গণ পরিবহন পাওয়া যাবে হায়া কার্ড থাকলে। বিশ্বকাপের বেশ কিছু ভেন্যু কাতার মেট্রো দ্বারা যুক্ত। মেট্রোর গোল্ড আর রেড লাইন ছড়িয়ে সারা কাতার জুড়ে। মেট্রোর ৩৭ টি স্টেশনে ট্রেন চলে প্রতি ৩ মিনিটের বিরতিতে। এ ছাড়াও দুটি ভেন্যুতে আছে ট্রাম পরিষেবা। হায়া কার্ড থাকলে বিনামূল্যে চড়া যাবে সেই ট্রামেও। এ ছাড়া কারওয়া বাস সার্ভিসেও বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে হায়া কার্ড থাকলে। কাতার রেল এবং কারওয়া বাসের অ্যাপ রয়েছে। বাস ও মেট্রো প্রি বুক করা যাবে সেই অ্যাপ থেকে। যাদের টিকিট নেই তাঁরা দোহা বাস স্টেশন এবং হামাদ আন্তর্জাতিক বিমান বন্দরের ভেন্ডিং মেশিন থেকে স্মার্ট কার্ড কিনতে পারেন। এই স্মার্ট কার্ডের সাহায্যে কারওয়া বাস পরিষেবা পাওয়া যাবে। কারওয়া বাসের অ্যাপ এবং মোয়াসালাত ওয়েবসাইটে বাসের টাইম টেবল পাওয়া যাবে। এ ছাড়াও রয়েছে উবের ও করিম ট্যাক্সি পরিষেবা। হায়া কার্ড দিয়ে কাতার ২০২২ অ্যাপের মাধ্যমে বুক করা যাবে কারওয়া ট্যাক্সি।