Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alaska Unique Facts: আলাস্কায় রহস্যময় আলোকবস্তু!

Alaska Unique Facts: আলাস্কায় রহস্যময় আলোকবস্তু!

TV9 Bangla Digital

| Edited By: Moumita Das

Updated on: Apr 22, 2023 | 6:38 PM

সালাট তাঁর নিজের ওয়েবসাইটে এই অদ্ভুত জিনিসটির ছবি প্রকাশ করেছে। ২০২৩ সালের জন্য উত্তর আলোর পূর্বাভাসটি যথেষ্ট ভাল দেখাচ্ছে,কারণ সৌরচক্র আরও উত্তপ্ত হতে চলেছে। মেরুজ্যোতি তখনই শুরু হয়,যখন সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করে। ডোনেলি ডোম এলাকা থেকে আকাশে এই অদ্ভুত সর্পিল আকারের বস্তুটির ছবিটি তুলেছিলেন সালাট

মেরুজ্যোতি চাক্ষুষ করার অন্যতম সেরা জায়গা হিসেবে বিবেচনা করা হয় আলাস্কাকে। এখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্যও মানুষের মন ভুলিয়ে দেয়। সেই আলাস্কাতেই গত ১৫ এপ্রিল একটি রহস্যময় ছবি দেখা যায়।প্যাঁচানো এক অদ্ভুত গঠন আলাস্কার আকাশজুড়ে ফুটে ওঠে, যা বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। মেরুজ্যোতি গবেষক টোড সালাট বলললেন,’উত্তর দিগন্ত থেকে আমার দিকে আসা দূরবর্তী উজ্জ্বল আলোটি। যখন আমি প্রথম দেখলাম, অত্যন্ত বিস্মিত হয়েছিলাম’। সালাট তাঁর নিজের ওয়েবসাইটে এই অদ্ভুত জিনিসটির ছবি প্রকাশ করেছে। ২০২৩ সালের জন্য উত্তর আলোর পূর্বাভাসটি যথেষ্ট ভাল দেখাচ্ছে,কারণ সৌরচক্র আরও উত্তপ্ত হতে চলেছে। মেরুজ্যোতি তখনই শুরু হয়,যখন সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণা পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে মিথস্ক্রিয়া করে। ডোনেলি ডোম এলাকা থেকে আকাশে এই অদ্ভুত সর্পিল আকারের বস্তুটির ছবিটি তুলেছিলেন সালাট। তাঁর কথায়,’আমি ভেবেছিলাম,কী যেন একটা আকাশে রয়েছে!বিস্মিত হতে আমার বেশ ভালই লাগছিল। কিন্তু রহস্যের সমাধানও হয়ে গেল মুহূর্তে’। আসলে SpaceX Falcon-9 রকেট দ্বারা উৎপন্ন নির্গমনের কারণে এই প্যাঁচানো আকারটি দেখা গিয়েছিল। পুনর্ব্যবহারযোগ্য রকেটটি ট্রান্সপোর্টার ৭ মিশন থেকে লঞ্চ হওয়ার ঠিক ৩ ঘণ্টা পরে মেরু কক্ষপথে এই ছবিটি ধরা পড়ে। মহাকাশযানটি ক্যালিফর্নিয়া থেকে তার যাত্রা শুরু করেছিল। সালাট বলেছেন,’আমি দুটি ক্যামেরা, ট্রাইপড সেটআপ নিয়ে উন্মত্তভাবে শুটিং করছিলাম। ৭ মিনিটের জন্য এই অদ্ভুত দৃশ্য চাক্ষুষ করেছিলাম। কয়েক মুহূর্তের জন্য আমি যেন মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম’।ট্রান্সপোর্টার-7 ছিল SpaceX-এর সপ্তম ডেডিকেটেড স্মলস্যাট রাইডশেয়ার প্রোগ্রাম মিশন। মহাকাশযানটি কিউবস্যাটস,মাইক্রোস্যাটস,হোস্টেড পেলোড এবং অরবিটাল ট্রান্সফার যান সহ ৫১টি উপগ্রহ বহন করছিল। এই প্যাঁচানো আকারটি Falcon-9 রকেটের উপরের স্তর দ্বারা গঠিত হয়। এটি সমুদ্রে দীর্ঘ অবতরণের সময় অপ্রয়োজনীয় জ্বালানি বের করে দেয়। তবে এই প্রথম যে এমন সর্পিল আকার রাতের আকাশে ধরা পড়ল এমনটা নয়। গত ১৮ জানুয়ারি ভোরবেলা সুবারু-আসাহি স্টার ক্যামেরা দ্বারা আকাশে এটি শেষ বারের মতো দেখা গিয়েছিল।