Alia bhatt: ছবির প্রচারে এসে কোন ইঙ্গিত দিলেন আলিয়া?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 24, 2023 | 10:25 PM

আসন্ন ছবি 'রকি অউর রানি কি প্রেম কহানি'-র প্রোমোশনে শহরে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। উচ্ছসিত তাঁরা, নাচলেন 'What ঝুমকা'-র তালে। ছবির ট্রেলারে শোনা গিয়েছে 'খেলা হবে' স্লোগান। এই সংলাপ কি ছবিতে থাকছে? TV9 বাংলার এই প্রশ্নের উত্তরে আলিয়া জানান, “ওয়েট অ্যান্ড ওয়াচ।”

‘খেলা হবে’ বাদ যায়নি?
আসন্ন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-র প্রোমোশনে শহরে এসেছিলেন আলিয়া ভাট ও রণবীর সিং। উচ্ছসিত তাঁরা, নাচলেন ‘What ঝুমকা’-র তালে। ছবির ট্রেলারে শোনা গিয়েছে ‘খেলা হবে’ স্লোগান। এই সংলাপ কি ছবিতে থাকছে? TV9 বাংলার এই প্রশ্নের উত্তরে আলিয়া জানান, “ওয়েট অ্যান্ড ওয়াচ।” চলতি বিতর্কের মাঝে তাহলে কি আলিয়ার ইঙ্গিত, ‘খেলা হবে’ বাদ যাচ্ছে না?

‘ওপেনহাইমার’ নিয়ে কড়া পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রীর
বর্তমানে চর্চার কেন্দ্রে ‘ওপেনহাইমার।’ এই ছবিতে রবার্ট ওপেনহাইমারকে দেখা গিয়েছে কমিউনিস্ট বান্ধবীর সঙ্গে সঙ্গমরত অবস্থায় ‘গীতা’র শ্লোকে মনোনিবেশ করতে। এতেই বিরক্ত কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই দৃশ্যে কাঁচি না চালানোর জন্য সিবিএফসি-র নিন্দে করছেন তিনি।

কটাক্ষের শিকার স্বরা
মা হতে চলেছেন স্বরা ভাস্কর। চলতি বছরের শুরুতেই বন্ধু ফাহাদ আহমেদকে বিয়ে করেন তিনি। এরপরই প্রকাশ্যে আসে তাঁর মা হওয়ার খবর। সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করতেই জুটেছে কটাক্ষ। ‘সন্ত্রাসবাদী আসতে চলেছে’, মন্তব্য করে বসেন একজন।

ভক্তদের সাবধানবাণী উরফির
সম্প্রতি আন্ডার আই ফিলার্স লাগিয়েছিলেন উরফি জাভেদ। চোখের তলার কালি সারাতে সমস্যায় পড়েছেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর সকল ভক্তকে এই নিয়ে সচেতন করলেন উরফি।

প্লেব্যাকে হাতেখড়ি বিক্রমের
সম্প্রতি মুক্তি পেয়েছে বিক্রম চট্টোপাধ্যায়ের ছবি ‘শহরের উষ্ণতম দিনে।’ ইতিমধ্য়েই যা বক্সঅফিসে সাড়া ফেলেছে। এই ছবিরই অন্যতম গান হল ‘রাতের কাছে’। এবার সেই গানের রিপ্রাইজ ভার্সন দিয়ে প্লেব্যাকে হাতেখড়ি হল বিক্রমের।

ভক্তের পাশে সৌমিতৃষা
জীবনের কঠিন সময়ে মনে আশা নিয়ে এক ‘মিঠাই’ভক্ত যোগাযোগ করেন নায়িকা সৌমিতৃষা কুন্ডুর সঙ্গে। মা-হারা ওই ভক্ত জানান, তাঁর বাবা এই মুহূর্তে কোমায়। নায়িকা যেন প্রার্থনা করেন। চাইলে এড়িয়ে যেতে পারতেন দেবের নায়িকা। তিনি লেখেন, “সব বিপদ কেটে যাবে। আমি প্রার্থনা করব। বাবা সুস্থ হয়ে যাবেন সোনা।”

সম্পর্কে শিলমোহর?
সামনে ক্যামেরা, পাশে সইফ আলি খান ও অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান—দেখতে পেয়েই মুখ লুকিয়েছিলেন পলক তিওয়ারি। রটেছিল ডেটিংয়ের গুঞ্জন। সেই গুঞ্জন গাঢ় হতেই অস্বীকার করেছিলেন সলমন খানের ছবির এই নায়িকা। কিন্তু যত দিন যাচ্ছে, ততই যেন আলগা হচ্ছে গোপনীয়তা। একসঙ্গে রেস্তোরাঁ থেকে শুরু করে মুভি-ডেট… মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের।

রুবেলের শরীরচর্চা
ভাঙা গোড়ালি থামিয়ে রাখতে পারেনি রুবেল দাসকে। পায়ে প্লাস্টার, বাড়ি থেকে বের হওয়াতেও জারি রয়েছে ডাক্তারি নিষেধাজ্ঞা। কিন্তু তাই বলে কি ‘ফিটনেস ফ্রিক’ রুবেল শরীরচর্চা করবেন না! তা কী করে হয়। ভাগ্নেকে ডাম্বেলের মতো তুলে নিয়েই শরীরচর্চা সারলেন ধারাবাহিকের এই জনপ্রিয় নায়ক।

শুভশ্রীর বেবিবাম্প উধাও?
এই মুহূর্তে সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে তাঁর সাম্প্রতিক ফটোশুটে নেটিজেনদের একটাই প্রশ্ন, “বেবিবাম্প কোথায়”? গর্ভবতী অবস্থায় ওজন বেড়ে যাওয়া নয়, খোলা চুল আর প্যাডেড ব্রা-এ সুপারহট শুভশ্রী।