Panchayat Election 2023 News Update: তৈরি ব্রিজ, কিন্তু চলাচল কীভাবে?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jun 27, 2023 | 6:36 PM

প্রায় বছর দেড়েক আগে তৈরি হয়েছে ব্রীজ। এদিকে ব্রীজ তৈরি হলেও এখনো ব্রীজ সংযোগকারী রাস্তা তৈরি হয়নি। যার ফলে ব্রীজের উপর দিয়ে যাতায়াত করতে পারছেন না গ্রামবাসীরা।

প্রায় বছর দেড়েক আগে তৈরি হয়েছে ব্রীজ। এদিকে ব্রীজ তৈরি হলেও এখনো ব্রীজ সংযোগকারী রাস্তা তৈরি হয়নি। যার ফলে ব্রীজের উপর দিয়ে যাতায়াত করতে পারছেন না গ্রামবাসীরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সমস্যার সুরাহা হবে, এমনটাই আশা ছিল গ্রামবাসীদের। তবে তা হয়নি। অবিলম্বে ব্রীজ সংযোগকারী রাস্তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্র টাকা আটকে রাখায় কাজ করা যায়নি অভিযোগ তৃণমূলের। অন্যদিকে বিজেপির দাবি ক্ষমতায় এলে এই রাস্তা করবেন।

বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম গঙ্গাসাগর এবং রাধানগর গ্রামের মাঝ দিয়ে বয়ে গিয়েছে কাশিয়া খাঁড়ি। আত্রেয়ী নদীর সাথে সংযুক্ত এই খাঁড়িতে বর্ষাকালে প্রচুর জল থাকে। সেখানে কোন সেতু না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে প্রায় দেড় বছর আগে প্রশাসনের তরফ থেকে সেখানে একটি কংক্রিটের সেতু নির্মাণ করা হয়। প্রায় বছর দেড়েক আগে সেতু তৈরি হলেও তা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে রয়েছে। শুধুমাত্র সংযোগকারী রাস্তা না থাকার জন্য ব্রীজ বা সেতু ব্যাবহার করতে পারেন না গ্রামবাসীরা। অস্থায়ী বাঁশের মাচার উপর দিয়ে বর্তমানে কংক্রিটের সেতুর উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এদিকে বাঁশের মাচার উপর দিয়ে চলাচল করতে মাঝে মধ্যে ঘটছে ছোট বড় দুর্ঘটনা।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েতে বারবার দাবি জানানো সত্ত্বেও সংযোগকারী রাস্তা তৈরি করা হয়নি। প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের মাচার উপর দিয়ে চলাচল করতে হচ্ছে। গাড়ি না চলায়, কৃষিজাত ফসল নিয়ে যাওয়া থেকে অসুস্থ রোগীদের এবং ছাত্র-ছাত্রীদের যাতায়াতে চরম সমস্যায় পড়তে হচ্ছে।

এবিষয়ে স্থানীয় বাসিন্দা উকিল পাহান বলেন, দীর্ঘদিনের দাবির পর খাঁড়ির উপর সেতু হয়েছে৷ সেতু হলেও তার পর দিয়ে যাতায়াত করতে পারছি না। সেতু করলেও সংযোগকারী রাস্তায় করেনি প্রশাসন। যার ফলে বাঁশের মাচার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। প্রাণের ঝুঁকি নিয়ে বাঁশের মাচার উপর দিয়ে চলাচল করতে হয়। এবারে ভোট প্রচারে যারাই আসবেন সকল প্রার্থীর কাছে আবেদন করব রাস্তাটি যেন করে দেয়৷

এবিষয়ে বিজেপি পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপক হেমব্রম বলেন, গ্রামবাসীদের সমস্যার কারণে বহুবার গ্রাম পঞ্চায়েতে দাবী জানানো হয়েছে। কিন্তু পঞ্চায়েত সেতু সংযোগকারী রাস্তার কাজ করেনি। এবারের নির্বাচনে জয়ী হলে পরে দ্রুত সেতুর সংযোগকারী রাস্তা তৈরি করবো।

যদিও বালুরঘাট পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা এবারের নির্বাচনে তৃণমূলের পঞ্চায়েত সমিতির প্রার্থী মালয় কুমার মন্ডল জানান, ১০০ দিনের কাজের প্রকল্পে ওই সংযোগকারী রাস্তার কাজ চলছিল। ১০০ দিনের কাজে কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দেওয়ায়, টাকার অভাবে ওই কাজ বন্ধ রাখতে হয়েছে। বিষয়টি প্রশাসনের কাছে জানানো আছে। নির্বাচনের পর প্রথম কাজই হবে রাস্তার কাজ করা।