Bankura Accident News: সাত সকালে দুর্ঘটনা, অবরোধ!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 26, 2023 | 5:16 PM

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের পালেরবাঁধ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম শান্ত ভুঁই। বাড়ি মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামে। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

ফের পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। আজ সকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া ব্লকের পালেরবাঁধ মোড়ের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম শান্ত ভুঁই। বাড়ি মেজিয়া ব্লকের ডাংমেজিয়া গ্রামে। এই ঘটনায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে ডাংমেজিয়া গ্রামের বাসিন্দা বছর ৪৪ এর শান্ত ভুঁই বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে মেজিয়া থেকে দুর্লভপুরের দিকে যাচ্ছিলেন । পালের বাঁধ মোড়ের কাছে একটি পিক আপ ভ্যান তাঁকে পিছন থেকে ধাক্কা দিলে রাস্তার উপর ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী।

গুরুতর আহত অবস্থায় ওই সাইকেল আরোহীকে উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা আহত সাইকেল আরোহীকে মৃত বলে ঘোষণা করেন। এরপরই মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবীতে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা।