Purulia Dead Body Recover: রবিনসন স্ট্রিটের ছায়া পুরুলিয়ায়!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Sep 04, 2023 | 9:25 PM

রবিনসন স্ট্রীটের ছায়া এবার পুরুলিয়ায়! সোমবার বিকেলে পুরুলিয়া শহরের দু'নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙ্গা এলাকায় বাড়ি থেকেই এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে।

রবিনসন স্ট্রীটের ছায়া এবার পুরুলিয়ায়! সোমবার বিকেলে পুরুলিয়া শহরের দু’নম্বর ওয়ার্ডের মুন্সেফ ডাঙ্গা এলাকায় বাড়ি থেকেই এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনই প্রশ্ন উঠে আসছে। স্থানীয় বাসিন্দারা ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয় কাউন্সিলর এবং পুরুলিয়া সদর থানায় জানায়। এদিন বিকেলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক পংকজ সেনগুপ্ত এবং তার স্ত্রী শিখা সেনগুপ্ত থাকতেন। এদিন বাড়ির রান্নাঘরের দরজার পাশে শিখা দেবীর মৃতদেহ পড়েছিল। মৃতার স্বামী তথা অবসরপ্রাপ্ত শিক্ষকের দাবি, গত রাতেই বাথরুমে যেতে গিয়ে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে শিখা দেবীর। যদিও গতকালকের মৃত্যুর কয়েক ঘন্টা পরেই কেন দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি স্বামী। স্থানীয় বাসিন্দা এবং পুলিশের প্রাথমিকভাবে অনুমান,কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে শিখা দেবী। স্থানীয় কাউন্সিলর আবীর সেনগুপ্ত অবশ্য জানান বৃদ্ধ পঙ্কজবাবু মানসিক ভাবে স্থিতি শীল ছিলেন না। তারা পাড়ার লোকেদের সাথে সেভাবে যোগাযোগও রাখতেন না। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুরুলিয়া সদর থানার পুলিশ।

Published on: Sep 04, 2023 09:22 PM