আনাচে কানাচে যাদুঘর । Episode-05 মধ্যবিত্তের ব্যবহৃত সামগ্রীর সংগ্রাহক । TV9 Bangla

aryama das |

Jul 10, 2021 | 10:04 PM

রবীন্দ্রনাথ ঠাকুরের 'হাট' কবিতায় ‘ঝাঁঝড়ি কড়া বেড়ি হাতা’-র সবকটা রয়েছে তাঁর কাছে। পানের বাটা কত রকমের হয় জানেন?

দুই বাংলার মধ্যবিত্তের ব্যবহৃত প্রয়োজনীয় জিনিসপত্রের সংগ্রহ। সংগ্রাহকের নাম অপূর্ব কুমার পাণ্ডা। তাঁর বাড়িটাই যেন বিশাল যাদুঘর। সবকিছু বাদ দিয়ে দুই বাংলার মধ্যবিত্তের ব্যবহৃত জিনিসই বেছে নেওয়া কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হাট’ কবিতায় ‘ঝাঁঝড়ি কড়া বেড়ি হাতা’-র সবকটা রয়েছে তাঁর কাছে। পানের বাটা কত রকমের হয় জানেন?