ANDI Robot which Sweat: কুলকুল করে ঘামে এই রোবট

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jun 30, 2023 | 3:50 PM

এই রোবটের নাম অ্যান্ডি। অ্যান্ডি বিশ্বের প্রথম রোবট যার উষ্ণতা ও শৈত্যের অনুভব আছে। একে তাই থার্মাল ম্যানিকুইনও বলা হচ্ছে। আরিজোনা বিশ্ববিদ্যালয় ও থারমেট্রিক্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই রোবট। অ্যান্ডির শরীরে আছে ৩৫টি লোমকূপ।

এই রোবটের নাম অ্যান্ডি। অ্যান্ডি বিশ্বের প্রথম রোবট যার উষ্ণতা ও শৈত্যের অনুভব আছে। একে তাই থার্মাল ম্যানিকুইনও বলা হচ্ছে। আরিজোনা বিশ্ববিদ্যালয় ও থারমেট্রিক্সের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে এই রোবট। অ্যান্ডির শরীরে আছে ৩৫টি লোমকূপ। সে নিঃশ্বাস নেয়, হাঁটে, গরমে ঘামে, শীতে কাঁপে। উষ্ণয়নে তাপ বাড়ছে সর্বত্র। এই পরিস্থিতিতে মানবদেহে তাপমাত্রার কী প্রভাব পড়বে তার হদিশ দেবে এই রোবট। মানবদেহে তাপমাত্রার প্রভাব নিয়ে গবেষণা কম হয়েছে। এই রোবট আসায় সেই ক্ষেত্রে নতুন আলো পড়বে আশা বিজ্ঞানীদের। উত্তাপে সারা দুনিয়াতে মানুষ অসুস্থ হচ্ছে। মারাও যাচ্ছেন অনেকে উচ্চ তাপমাত্রার কারণে। অ্যান্ডি তৈরির টিমে আছেন ভারতীয় বিজ্ঞানী অঙ্কিত জোশি। তিনি বলছেন বিভিন্ন বয়স, শারীরিক অবস্থা এবং বডি মাস ইনডেক্স অনুযায়ী অ্যান্ডিকে ইনপুট দেওয়া যায়। সেই অনুযায়ী অ্যান্ডি তার থার্মোরেগুলেশন পাল্টায়। পাওয়া যায় রিডিং। বিভিন্ন শারীরিক কারণে পাওয়া যায় বিভিন্ন রিডিং। এভাবে চিকিৎসা বিজ্ঞানে নতুন দিশা দেখাবে অ্যান্ডি।