Photo Of Moon: চাঁদের পারফেক্ট ছবি তুলতে খরচ হল ২ লাখ ৮০ হাজার
নিখুঁত ছবি তোলার জন্য আমরা কত চেষ্টাই না করে থাকি। চাঁদের ছবি তো অনেকেই তুলেছেন। কিন্তু সেই নিখুঁত ছবি কি কেউ তুলতে পেরেছেন?অ্যান্ড্রিউ ম্যাককার্থি সবাইকে অবাক করে দিয়েছেন চাঁদের ছবি তুলে। তিনি চাঁদের ছবিটি এতটাই নিখুঁতভাবে তুলেছেন এই ছবি এখনও পর্যন্ত সেরার সেরা তকমা পেয়েছে। ১ গিগাবাইটের কাছাকাছি ছবিটির সাইজ
নিখুঁত ছবি কে না তুলতে চায় বলুনতো? নিখুঁত ছবি তোলার জন্য আমরা কত চেষ্টাই না করে থাকি। চাঁদের ছবি তো অনেকেই তুলেছেন। কিন্তু সেই নিখুঁত ছবি কি কেউ তুলতে পেরেছেন?অ্যান্ড্রিউ ম্যাককার্থি সবাইকে অবাক করে দিয়েছেন চাঁদের ছবি তুলে। তিনি চাঁদের ছবিটি এতটাই নিখুঁতভাবে তুলেছেন এই ছবি এখনও পর্যন্ত সেরার সেরা তকমা পেয়েছে। ১ গিগাবাইটের কাছাকাছি ছবিটির সাইজ। এই ছবি তুলতে তিনি ব্যবহার করেছেন ২টি টেলিস্কোপ। ২ লাখ ৮০ হাজারেরো বেশি ছবি ক্লিক করেছেন। এই ছবি তুলতে কোন রকম ভাবে স্মার্টফোন ব্যবহার করেননি তিনি। দীর্ঘ প্রচেষ্টায় তিনি এই ছবি তুলতে পেরেছেন। আপনি ইচ্ছে করলে এই ছবিটি কিনতেও পারবেন। এই অ্যাস্ট্রোফটোগ্রাফার তাঁর ওয়েবসাইটের একটি লিঙ্ক দিয়েছেন। সেই লিঙ্কে ক্লিক করলেই সেই বিখ্যাত ছবিটি দেখতে পাবেন।
Published on: May 20, 2023 06:12 PM