মা Celeb-এর Set-এ অঙ্কিতা পাল মজুমদার

স্বরলিপি ভট্টাচার্য

|

Updated on: Mar 07, 2021 | 5:46 PM

একরত্তি মেয়ে। তাকে নিয়েই এখন ব্যস্ত অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। মা-মেয়ের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। সেই আবদার মেটালেন অঙ্কিতা।

একরত্তি মেয়ে। তাকে নিয়েই এখন ব্যস্ত অভিনেত্রী অঙ্কিতা পাল মজুমদার। মা-মেয়ের খুনসুটি, আহ্লাদ, আবদারের কিছু মুহূর্তের সাক্ষী থাকতে চেয়েছিল TV9 বাংলা। কলকাতা থেকে অনেকটা দূরে গুয়াহাটিতে বসে সেই আবদার মেটালেন অঙ্কিতা। আজ মা Celeb এর Set এ অঙ্কিতার মা হওয়ার জার্নি।

মা হওয়ার পর নিজের মাকে প্রথম ‘সরি’ বলেছিলেন অঙ্কিতা। ভোরবেলা মাকে মেসেজ করে জানিয়েছিলেন, মা হওয়ার পর তিনি বুঝতে পারছেন, এতদিন কী কী ভুল করেছেন। দিনভর ক্লান্তির শেষে মেয়ের হাসি মুখ দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যায়, একান্ত আড্ডায় এই সবই শেয়ার করেছেন অঙ্কিতা।