‘মুদ্রাগ্রাফি’—অনুভূতির অন্য ভাষা, তিথি দাস তুলে ধরলেন আঙুলের ছন্দে

তিথির হাতে-হাতেও ছন্দ। আঙুলগুলো সুর-তাল-শব্দে বিভিন্ন মুদ্রায় নাচ হয়ে ওঠে।

| Edited By: | Updated on: May 27, 2021 | 2:17 PM

তিথি দাস। বছর একুশের মেয়ে। মনপ্রাণ ঢেলে দিয়েছেন নৃত্যে। তবে শুধু পায়ে-পায়ে ছন্দ নেই তাঁর। তিথির হাতে-হাতেও ছন্দ। আঙুলগুলো সুর-তাল-শব্দে বিভিন্ন মুদ্রায় নাচ হয়ে ওঠে। এই নাচের নাম ‘মুদ্রাগ্রাফি’। হাতের মাধ্যমে নাচ। বন্ধু মৌমিতা দাস গাইলেন ‘ভালবসে সখী নিভৃতে যতনে’। আর সেই গানে দু’হাত নাচালেন তিথি দাস। নাচ-গানের সাক্ষী থাকলেন Tv9 বাংলার প্রতিনিধি শুভঙ্কর চক্রবর্তী।

 

Follow Us: