নো মাস্ক কালচার রেল স্টেশনে!

নো মাস্ক কালচার রেল স্টেশনে!

utsha hazra |

May 07, 2021 | 10:43 AM

এখন যা পরিস্থিতি তাতে সকলের মাস্ক পরা একান্ত দরকার। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কি?

এখন যা পরিস্থিতি তাতে সকলের মাস্ক পরা একান্ত দরকার। কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা লুকানো ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছিলাম স্টেশনগুলোতে। ঢুকে পড়েছিলাম ভিড় ট্রেনের মধ্যেও। আমাদের ক্যামেরায় কী ছবি ধরা পড়ল। কী কথা রেকর্ড হল? প্লাটফর্মে অনেকেই ছিলেন মাস্ক ছাড়া। এক বয়স্ক মানুষকে দেখা গেল মাস্ক না-পরে ঘুরতে। তাঁকে মাস্ক পরতে বলা হলে তিনি মানিব্যাগ থেকে জরাজীর্ণ একটি মাস্ক বের করতে উদ্যত হলেন। সেটি আর ব্যবহারযোগ্য ছিল না। সে কথা বলতে তাঁর প্রতিক্রিয়া: কপালে যা আছে, তাই-ই হবে। মাস্ক পরে কোনও লাভ নেই। রেলওয়ে পুলিশের মধ্যে একজনকে মাস্ক ছাড়া পাওয়া গেল। অনেকেই বিরক্তির চোখে তাকালেন। ট্রেনের মধ্যে আরও মারাত্মক ছবি ধরা পড়ল। রেলিং ধরে দাঁড়িয়ে আছেন–তাঁদের অনেকের মুখেই মাস্ক নেই। বললে শুনছিলেন না। ক্যামেরা লুকনো থাকায় তাঁদের স্বাভাবিক বাজে ব্যবহারটা সামনে চলে আসছিল।