সাড়ে পাঁচ হাজার দিলেই কাঁটাতার পার! ‘দালাল ধরে এসেছি…’ অকপটে বলছে ওরা
SIR: কেউ বলছে উনি আমার 'কাকি', আবার বলছেন উনি আমার 'জ্যেঠি', আবার পরক্ষণেই বলছেন দিদা। যাঁরা ফর্ম ফিল আপ করেছেন, তাঁরা নিজেরাই বলতে পারছেন না কোন আত্মীয়ের নাম তাঁরা ফর্মে ভরেছেন।
ডাবগ্রাম-ফুলবাড়িতে দেখা গেল এক অদ্ভুত ছবি। অর্ধেক ভোটার বলতেই পারছেন না যে তাঁরা এনুমারেশন ফর্মে কার নাম লিখেছেন। বিএলও-রাও রীতিমতো হিমশিম খাচ্ছেন। অনেকেই নিজে মুখে স্বীকার করছেন যে তাঁরা দালালদের মাধ্যমে ভারতে প্রবেশ করেছেন। কেউ ৫ হাজার, কেউ সাড়ে ৫ হাজার টাকা দিয়েছেন দালালদের। কাজের সূত্রেই যে ভারতে এসেছেন, সে কথাও জানাচ্ছেন তাঁরা।
এক তরুণী জানান যে তিনি ছোটবেলায় এ দেশে চলে এসেছেন, কিন্তু ২০০২-তে তাঁর বাবা-মা এ দেশে থাকতেন না, ফলে বাবা-মায়ের কোনও নথিও নেই।
Published on: Nov 23, 2025 07:31 PM
