Online Fraud: এক ক্লিকেই গায়েব ব্যাঙ্কের টাকা!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jun 07, 2023 | 9:14 PM

কীভাবে সাবধান হবেন এই বিপদ থেকে? সাইবার জালিয়াতিতে একটি সহজ উপায় হল ফিশিং স্ক্য়াম। স্ক্যামাররা তৈরি করে একটি জাল পেজ। সেখান থেকে দেওয়া হয় বিভিন্ন মিথ্যা অফার। হয়তে দেখবেন বিভিন্ন অফারের নাম করে আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে। লিঙ্কে ক্লিক করলেই বাড়বে বিপদ।

বর্তমানে যত দিন যাচ্ছে, বাড়ছে অনলাইনে জালিয়াতির পরিমাণও। বিভিন্ন কারণে প্রতারিত হতে হচ্ছেন সাধারণ মানুষ। অজানা লিঙ্কে ক্লিক করলেই আপনি প্রতারিত হতে পারেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব টাকা ফাঁকা হয়ে যেতে পারে। কীভাবে সাবধান হবেন এই বিপদ থেকে? সাইবার জালিয়াতিতে একটি সহজ উপায় হল ফিশিং স্ক্য়াম। স্ক্যামাররা তৈরি করে একটি জাল পেজ। সেখান থেকে দেওয়া হয় বিভিন্ন মিথ্যা অফার। হয়তে দেখবেন বিভিন্ন অফারের নাম করে আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে। লিঙ্কে ক্লিক করলেই বাড়বে বিপদ। অনেক সময় দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে অনেক বিজ্ঞাপন থাকে। পপ-আপ উইন্ডোতে দেখা যায় বিজ্ঞাপনগুলিতে। ক্লিক করলেই দেখবেন অন্য একটি উইন্ডোতে খুলে যাবে। ইনস্টল হয়ে যাবে অবাঞ্ছিত প্রোগ্রাম। সেখান থেকেই হ্যাক করে নেবে আপনার সিস্টেমটি। কখনও পপ-আপ উইন্ডোতে ক্লিক করা উচিৎ না।