সুরা আছে, সুর নেই

TV9 Bangla Digital | Edited By: aryama das

Jul 16, 2021 | 10:31 PM

বার সিঙ্গার বা মিউজিশিয়ানরা তো বটেই, সংকটে ব্যান্ড লিডাররাও। সুরার সঙ্গে সুরের যোগাযোগের মাধ্যম তাঁরাই। কবে আবার জ্বলবে বারগুলির আলো? আবার শোনা যাবে গান? স্বীকৃতি মিলবে এই শিল্পীদের?

লক ডাউন প্রায় শেষ করে এই দিয়েছে এঁদের। বারে আগের মতো আর গান-বাজনা হয় না। দীর্ঘ সময় ধরে বিধি-নিষেধের বেড়াজালে আটকে গিয়েছে এঁদের রুজি-রুটি। বার সিঙ্গার থেকে শুরু করে মিউজিশিয়ান সকলেরই নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা। হোটেল-রেস্তোরাঁ-বার খুললেও গান বাজনার আওয়াজ আর ভেসে আসছে কি? না বোধহয়। নিস্তব্ধ পানশালা। সুরা আছে, সুর নেই। ঝিকমিক লাইট জ্বলছে না। একটার পর একটা গানের অনুরোধ আসর আর চলছে না। চলছে না এঁদের সংসার। শিল্পীর সম্মান নেই বলেই এই অবস্থা। শুধু সাধারণ বার সিঙ্গার বা মিউজিশিয়ানরা তো বটেই, সংকটে ব্যান্ড লিডাররাও। সুরার সঙ্গে সুরের যোগাযোগের মাধ্যম তাঁরাই। এখন আতান্তরে। কবে আবার জ্বলবে বারগুলির আলো? আবার শোনা যাবে গান? স্বীকৃতি মিলবে এই শিল্পীদের?

Published on: Jul 16, 2021 10:25 PM