Basirhat News: বাদুড়িয়ায় চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন
basirhat,basirhat news,basirhat news today,basirhat latest news,basirhat news update,basirhat chaos,basirhat update,basirhat news live,chaos at basirhat,basirhat latest update,basirhat shootout,basirhat tmc clash news,basirhat tmc clash,basirhat tmc clash news update,basirhat clash,basirhat tmc clash update,basirhat tmc clash news live,basirhat tmc clash latest news,#basirhat,basirhat tmc,basirhat park,basirhat bomb blast news

Basirhat News: বাদুড়িয়ায় চাষ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত তিন

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

May 19, 2023 | 8:02 PM

বসিরহাটের বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামের ঘটনা। বছর ৫২ এর আনারুল জমাদার ও বছর ১৯ এর রহমান জমাদার সম্পর্কে বাবা-ছেলে। তারা শুক্রবার সকালে জমিতে যায় চাষের কাজে। সেখানে পটল গাছে ফুলের ছোঁয়া দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবা আনারুল জমাদার।

বসিরহাটের বাদুড়িয়া থানার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতের বামনহাট গ্রামের ঘটনা। বছর ৫২ এর আনারুল জমাদার ও বছর ১৯ এর রহমান জমাদার সম্পর্কে বাবা-ছেলে। তারা শুক্রবার সকালে জমিতে যায় চাষের কাজে। সেখানে পটল গাছে ফুলের ছোঁয়া দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাবা আনারুল জমাদার। প্রথমে তাকে বাঁচাতে যায় ছেলে রহমান জমাদার। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানে সেও অচৈতন‍্য হয়ে পড়ে। তাকে বাঁচাতে গেলে প্রতিবেশী আরেক চাষী রফিকুল ফকির (৫৮) সেও বিদ্যুৎপৃষ্ঠ হয়। তিনজনকে বসিরহাটের জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনজনেরই মৃত্যু হয়েছে। মৃতের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই চাষের জমির উপরে বিদ্যুতের তার ছিড়ে পড়ে ছিল। বারবার বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া সত্বেও বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয়নি। কার্যত বিদ্যুৎ দপ্তরের অবহেলাতেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ গ্রামবাসীদের। গ্রামবাসীদের দাবি, এই দপ্তরে কর্মীরা যারা এই সেটা তার সংযোগ করতে গড়িমসি করেছেন তাদের অবিলম্বে শাস্তি দেওয়া হোক। পাশাপাশি যে পরিবারের লোক মারা গেছে তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি তুলেছেন। দেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।