Battery Problem In Phone: ফোনের ব্যাটারি নিয়ে প্রবল সমস্যা? সমাধান এক চুটকিতেই
Mobile Phone Problem: ফোন কখনই ১০০ শতাংশ চার্জ করবেন না। আবার ৫ শতাংশ চার্জ থাকলেই চার্জারে বসান। এই নিয়ম মানলেই লাভ। কেন?
ফোনের ব্যাটারি নিয়ে সবাই কম বেশি সমস্যায় পড়েন। ফোনের ব্যাটারি ভাল রাখার জন্য একটি বিষয় মাথায় রাখবেন। ফোনটিকে কখনই ১০০% চার্জ করবেন না। আবার খেয়াল রাখবেন ফোনের চার্জ যেন কখনোই ৫% এর নিচে না নামে। ফোনের ব্যাটারির সমস্যা হলে সার্ভিস সেন্টারে দেওয়া যায়। তাছাড়াও আছে কিছু উপায় যাতে ব্যাটারির সমস্যা দূর হবে। ফোন রিস্টার্ট বা রিবুট করে নিন। এতে ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ হয়ে ফোনের ব্যাটারি রিফ্রেশ হয়ে চালু হবে।
ব্যাটারি ভাল রাখতে ফোনের অ্যান্ড্রয়েড আপডেট পরীক্ষা করুন। অ্যান্ড্রয়েড ভার্সন আপ টু ডেট না থাকলে ফোনের ব্যাটারির ওপরে চাপ পড়ে। চেষ্টা করুন আপনার ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সনে আপডেটেড রাখতে। বেশ কিছু অ্যাপ ফোনের ব্যাটারি ড্রেন আউট করে। তাই অ্যাপ গুলিও আপডেটেড রাখুন। এতেও কাজ না হলে আপনার ফোনটি ফ্যাক্টরি সেটিংসে রিসেট করতে পারেন। তার জন্য ফোনের সমস্ত ডেটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে। তারপর ফ্যাক্টরি সেটিংস রিসেট করলে ব্যাটারি পারফরমেন্স কিছুটা ভাল হবে।