BSNL Broadband: বিনামূল্যে ব্রডব্যান্ড সংযোগ

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 04, 2023 | 9:33 PM

BSNL: ভারত ব্রডব্যান্ড ফাইবারের সংযোগের খরচ বেশ কম। ৩২৯ টাকা থেকে প্ল্যান শুরু। প্ল্যানের ভ্যালিডিটি ১,৬,১২ ও ২৪ মাসের। ২০ এমবিপিএস স্পিডে ১০০০ জিবি ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল।

সরকারি সংস্থা বিএসএনএল মরিয়া ঘুরে দাঁড়াতে। বিনামূল্যে ব্রডব্যান্ড কানেকশানের ইনস্টলেশান দিচ্ছে বিএসএনএল। বিএসএনএলের ব্রডব্যান্ড পরিষেবা ভারত ফাইবারে দেওয়া হচ্ছে এই অফার। কেবলমাত্র প্ল্যানের খরচ দিলেই মিলবে ব্রডব্যান্ড কানেকশান। মাত্র ৫০০ টাকাতেই বাড়িতে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। অফার ৩০ জুলাই ২০২৩ পর্যন্ত। ফাইবার টু দ্যা হোম বা এফটিটিএইচ পরিষেবায়। ইন্টারনেট ছাড়াও পাওয়া যাবে আনলিমিটেড কলিং। পাওয়া যাবে বিভিন্ন ওটিটির সাবস্ক্রিপশন। কপার কানেকশনে ২৫০ আর ফাইবারের ক্ষেত্রে ৫০০ টাকা লাগে। এই দুই চার্জ দিতে হবে না। অধিক সংখ্যক মানুষকে ব্রডব্যান্ড পরিষেবা দিতে এই উদ্যোগ। ভারত ব্রডব্যান্ড ফাইবারের সংযোগের খরচ বেশ কম। ৩২৯ টাকা থেকে প্ল্যান শুরু। প্ল্যানের ভ্যালিডিটি ১,৬,১২ ও ২৪ মাসের। ২০ এমবিপিএস স্পিডে ১০০০ জিবি ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল।