Bhaiphota 2023: এখানে চিত্রগুপ্তের পুজোর পরে হয় ভাইফোঁটা
"যমের দুয়ারে পরলো কাঁটা ভাইয়ে কপালে দিলাম ফোঁটা" এই রীতি মেনেই আরামবাগের বাতানলে যমরাজের করণিক চিত্তগুপ্তের পুজোর পরেই শুরু হয় ভাই ফোঁটা। ভারতবর্ষের একমাত্র এই বাতানলেই চিত্তগুপ্তের পূজার পরই গ্রামের ভাই এর কপালে ফোঁটা দেন তাদের বোনেরা।
“যমের দুয়ারে পরলো কাঁটা ভাইয়ে কপালে দিলাম ফোঁটা” এই রীতি মেনেই আরামবাগের বাতানলে যমরাজের করণিক চিত্তগুপ্তের পুজোর পরেই শুরু হয় ভাই ফোঁটা। ভারতবর্ষের একমাত্র এই বাতানলেই চিত্তগুপ্তের পূজার পরই গ্রামের ভাই এর কপালে ফোঁটা দেন তাদের বোনেরা। বোনেরা যে প্রান্তেই থাকুক না কেন চিত্রগুপ্তের পুজোর শুরুতেই গ্রামে উপস্থিত হন।
কলকাতার শ্যামবাজারে “বঙ্গীয় কায়স্থ সমিতি”তে আগে পুজো হতো এখন আর হয় না। দ্বিতীয়ার দিন চিত্রগুপ্তের পুজোর পরেই শুরু হয় ভাই ফোঁটা। এখানের কায়স্থ সমাজ মনে করেন চিত্রগুপ্ত তাদের বংশধর ছিলেন তাই তাকে স্মরণ করে পূজা অর্চনা করে শুরু হয় ভাই ফোঁটা। ভাইফোঁটা শুরু হয় যমরাজের করণিক চিত্তগুপ্তের পূজার মধ্য দিয়ে। ভারতবর্ষে একমাত্র আরামবাগের বাতানলে যমরাজের করণিক চিত্রগুপ্তের পূজো হয়।
পুরানে কথিত আছে “ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাঁটা,যমুনা দেয় যমকে ফোটা, আমি দিই আমার ভাইকে ফোটা”। আর আজও ভাতৃ দ্বিতীয়ার দিন একই নিয়মে চলে আসছে ভাইফোঁটা। আরামবাগের বাতানল গ্রামের কায়স্থ পরিবারগুলির মানুষজন পুজোর সঙ্গে যুক্ত। বিভিন্ন এলাকা থেকেও এই পুজো দেখতে ভিড় করে মানুষজন। তবে রীতিমত প্যান্ডেল করে ঢাক বাজনা সহকারে দীর্ঘদিন ধরে চলে আসছে এই পুজো।