Birbhum News: চারদিন ধরে বিদ্যুৎ বিহীন এলাকা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 28, 2023 | 8:27 PM

চারদিন ধরে বিদ্যুৎ বিহীন এলাকা। বিদ্যুৎ না থাকায় সমস্যার এলাকার বাসিন্দারা। বিদ্যুতের অভাবে চলছে না জলের পাম্প। চার্জ করা যাচ্ছে না মোবাইল। তীব্র গরমে নাজেহাল বৃদ্ধ ও শিশুরা। ঘটনাটি বীরভূমের মুরারই থানার চাতরা গ্রামে।

চারদিন ধরে বিদ্যুৎ বিহীন এলাকা। বিদ্যুৎ না থাকায় সমস্যার এলাকার বাসিন্দারা। বিদ্যুতের অভাবে চলছে না জলের পাম্প। চার্জ করা যাচ্ছে না মোবাইল। তীব্র গরমে নাজেহাল বৃদ্ধ ও শিশুরা। ঘটনাটি বীরভূমের মুরারই থানার চাতরা গ্রামে।
গত শুক্রবার চাতরা গ্রামের বিদ্যুৎবাহী তারে ত্রুটি থাকার কারনে গ্রামের একাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও কোন সুরাহা হয়নি। এদিকে বিদ্যুৎ না থাকায় এলাকার বাসিন্দারা জলের পাম্প চালাতে পারছেন না। ফলে জল কষ্ট শুরু হয়েছে এলাকায়। অত্যধিক টাকা খরচ করে জেনারেটর ভাড়া করে নিয়ে এসে পাম্প চালাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় মোবাইল চার্জ করতে পারছেনা না এলাকার বাসিন্দারা। এলাকাবাসীদের দাবী বিষয়টি বিদ্যুৎ দফতর ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে জানানো হয়েছে। চারদিন অতিক্রান্ত হয়ে গেলেও গ্রামে বিদ্যুৎ সরবরাহের কোন ব্যবস্থা করা হয়নি।