Biometric: পাসওয়ার্ড ছাড়াই খুলবে মেইল
যেকোনও ই মেইলের পাসওয়ার্ড থেকে। ইউজার নিজেই স্থির করেন সেই পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড ছাড়াই খুলবে মেইল। কর্মস্থল থেকে আধার কার্ড যে টেকনোলজিতে চলে সেই পদ্ধতি এবার ই মেইলে। বায়োমেট্রিক পদ্ধতিতে ই মেইল খোলার ব্যবস্থা করছে গুগল।
যেকোনও ই মেইলের পাসওয়ার্ড থেকে। ইউজার নিজেই স্থির করেন সেই পাসওয়ার্ড। এবার পাসওয়ার্ড ছাড়াই খুলবে মেইল। কর্মস্থল থেকে আধার কার্ড যে টেকনোলজিতে চলে সেই পদ্ধতি এবার ই মেইলে। বায়োমেট্রিক পদ্ধতিতে ই মেইল খোলার ব্যবস্থা করছে গুগল। শুধুমাত্র আঙুলের ছাপ ও মুখের ছবি মিললেই খুলে যাবে মেইল। আজকাল পাসওয়ার্ডের সমুদ্রে আমরা বসবাস করি।
চাকুরীজীবীদের জিমেলের পাশাপাশি থাকে অফিসিয়াল মেইল আইডি। সাধারণত ফোনে গুগল মেইল সারাক্ষণ লগড ইন থাকে। এর ফলে অনেকেই ভুলে যান নিজের গুগল মেইলের পাসওয়ার্ড। ফরগট পাসওয়ার্ড করে অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকভারির ঝক্কি অনেক। অন্য ডিভাইসে মেইল খুলতে গেলে তখনই সমস্যা হয়। গুগলের মতে পাসওয়ার্ডের থেকে অনেকাংশে সুরক্ষিত বায়োমেট্রিক লগ ইন পদ্ধতি। এতে হ্যাকারদের থেকে অনেকটা সুরক্ষিত থাকবে মেইল। গুগল বলছে একটা পাসওয়ার্ড হ্যাক করতে ৩ সেকেন্ড সময় লাগে। সেই দিক থেকে অনেকটাই সুরক্ষিত বায়োমেট্রিক পাসওয়ার্ড। এই বিষয়ে মাইক্রোসফটের সঙ্গে কথা বলছে গুগল।