Birbhum BJP News: হুমকির ভয়ে বেরতে পারছেন না, অভিনব কায়দায় প্রচার বিজেপি প্রার্থীর

TV9 Bangla Digital | Edited By: সুপ্রিয় ঘোষ

Jul 06, 2023 | 12:03 AM

দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদ থেকে গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন রতন কুমার আচার্য। কিন্তু তাঁকে শাসক দলের প্রার্থী নীলোৎপল মুখার্জি সহ তাঁর দলবল প্রচার করতে বাধা দেওয়ায় তিনি এলাকায় প্রচার করতে পারছেন না। তাই তিনি প্রত্যেক ভোটারের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে ভোটের আবেদন করছেন।

দুবরাজপুর ব্লকের হেতমপুর গ্রাম পঞ্চায়েতের ১৭ নম্বর সংসদ থেকে গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করছেন রতন কুমার আচার্য। কিন্তু তাঁকে শাসক দলের প্রার্থী নীলোৎপল মুখার্জি সহ তাঁর দলবল প্রচার করতে বাধা দেওয়ায় তিনি এলাকায় প্রচার করতে পারছেন না। তাই তিনি প্রত্যেক ভোটারের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে চিঠি পাঠিয়ে ভোটের আবেদন করছেন। এখনও পর্যন্ত শতাধিক চিঠি পাঠিয়েছেন তিনি।

তিনি জানাচ্ছেন তৃণমূলের লোকজন প্রচারে বাধা দিচ্ছে। বিভিন্ন সময় হুমকি দেওয়া হচ্ছে তাকে। সে কারণে আমি প্রচারে বেরোতে না পেরে পোস্ট অফিসের মাধ্যমে সাধারণ মানুষের বাড়ি বাড়ি তিনি সাধারণ মানুষকে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আবেদনপত্র পাঠাচ্ছেন।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখার্জি জানিয়েছেন উনি নাটক করছেন। তাকে কোনরকম বাধা দেওয়া হয়নি। হেরে যাবে বুঝতে পেরে প্রচারের আলোয় আসতে চাইছেন তিনি এইভাবে। জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে তার।