Birbhum Murder News: বন্ধুদের হাতে বন্ধু খুন! ‘ফাঁসি হোক’, প্রতিশোধ চায় পরিবার
বিক্রম হাট থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরার পর আবার তার ওপর চড়াও হয় গোপালরা। তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি, ঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে দেয় ওই তিনজন।
বীরভূম: ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় এগারোটা। বাড়ির বাইরে থেকে তিন বন্ধুর ডাকাডাকি শুনে বাইরে বেরিয়ে আসে বিক্রম বাগদী। তখনও সে জানতো না বাইরে কী অপেক্ষা করছে তার জন্য। বাড়ির বাইরে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় এক ভয়ঙ্কর কাণ্ড। বন্ধুদের হাতেই ঘুন হল বন্ধু!
ঘটনাটি বীরভূমের ময়ূরেশ্বর থানার বহড়া গ্রামের বাগদী পাড়ার। মৃতের নাম বিক্রম বাগদী। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে ১১টা নাগাদ বহড়া গ্রামের বাড়িতে ডাকতে আসে তার তিন বন্ধু অভিজিৎ বাগদী, বাপি বাগদী ও গোপাল বাগদী। বন্ধুদের ডাকাডাকিতে বাড়ির বাইরে আসে বিক্রম। অভিযোগ, তাকে নিয়ে স্থানীয় হাটে যায় অভিজিৎ, বাপি ও গোপাল। এরপর সেখানে গিয়ে বিক্রমের ওপর চড়াও হয়ে লাথি, ঘুষি মারতে থাকে ওই তিন বন্ধু। পরিবারের দাবি, বিক্রম হাট থেকে রক্তাক্ত অবস্থায় বাড়ি ফেরার পর আবার তার ওপর চড়াও হয় গোপালরা। তাকে মাটিতে ফেলে এলোপাথাড়ি লাথি, ঘুষি মেরে জামাকাপড় ছিঁড়ে দেয় ওই তিনজন। এরপর লোহার রড দিয়ে মারা হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিক্রমের।
পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে আসে ময়ূরেশ্বর থানার পুলিশ। এদিন রাতেই তল্লাশি চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাটের সরকারি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।খুনের ঘটনার তদন্ত শুরু করেছে ময়ূরেশ্বর থানার পুলিশ। এই খুনের পেছনে কী কারণ রয়েছে তা জানতে অভিযুক্তদের জেরা করেছে পুলিশ। অভিযুক্তদের ফাঁসির দাবি জানিয়েছে মৃতের পরিবার।