Factory Workers Protest: শ্রমিকদের প্রতি বিভিন্ন ধরনের বঞ্চনার প্রতিবাদে কারখানার গেটে মাটিতে গড়াগড়ি খেয়ে বিক্ষোভ শ্রমিকদের

Jun 07, 2023 | 1:37 PM

BJP: যথাযথ মজুরি না মেলা, ইএসআই এর সুবিধা না মেলা, প্রয়োজনীয় শ্রমিক সুরক্ষার ব্যবস্থা না করা সহ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বঞ্চনার প্রতিবাদে আজ কারখানার গেটের সামনে মাটিতে গড়াগড়ি দিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন।

যথাযথ মজুরি না মেলা, ইএসআই এর সুবিধা না মেলা, প্রয়োজনীয় শ্রমিক সুরক্ষার ব্যবস্থা না করা সহ কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বঞ্চনার প্রতিবাদে আজ কারখানার গেটের সামনে মাটিতে গড়াগড়ি দিয়ে বিক্ষোভ দেখাল বিজেপির শ্রমিক সংগঠন। আজ দুপুরে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া এলাকায় থাকা একটি বেসরকারী কারখানার সামনে এই অভিনব বিক্ষোভে সামিল হয় বিজেপির শ্রমিক সংগঠন। এরপরও বঞ্চনা বন্ধ না হলে সেক্ষেত্রে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা।

সম্প্রতি বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারী স্পঞ্জ আয়রন কারখানায় দুর্ঘটনার জেরে গুরুতর আহত হন ১৭ জন শ্রমিক । আহতদের মধ্যে ইতিমধ্যে ৩ জনের মৃত্যুও হয়েছে। আর এরপরই বড়জোড়ার ঘুটগড়িয়া শিল্প তালুকে থাকা কারখানাগুলিতে শ্রমিক সুরক্ষায় গাফিলাতির অভিযোগ উঠতে শুরু করে। তবে শুধু শ্রমিক সুরক্ষায় গাফিলাতিই নয় বড়জোড়া শিল্প তালুকে থাকা কালীমাতা ব্যাপার প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারী কারখানায় শ্রমিকদের প্রতি মজুরী ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েও বঞ্চনার অভিযোগ উঠল। অভিযোগ শ্রমিকদের দৈনিক মাত্র আড়াইশো টাকা মজুরী দেওয়া হয় ওই কারখানায়। পাশাপাশি ই এস আই এর মতো সুবিধা পান না শ্রমিকরা। এই পরিস্থিতিতে অবিলম্বে এই শ্রমিক বঞ্চনা বন্ধ করে দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপির শ্রমিক সংগঠন। তৃনমূলের স্থানীয় বিধায়ক অবশ্য বিজেপির তোলা এই অভিযোগে তেমন আমল দেননি। তাঁর বক্তব্য বিজেপি মিথ্যা অভিযোগ তুলে কারখানা গুলি থেকে তোলা আদায়ের জন্যই এই ধরনের কর্মসূচি করছে।