Dilip Ghosh In Tension: পুলিশ ‘অতি সক্রিয়’! কর্মীদের জন্য চিন্তা হচ্ছে দিলীপের

Sep 16, 2022 | 10:51 AM

Nabanna Abhiyan 2022: পুলিশের 'অতি সক্রিয়তায়' বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির চিন্তা, 'এরপর কী পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে মারবে?'

কলকাতা: নবান্ন অভিযানকে কেন্দ্র করে বিজেপি কর্মী, সমর্থক বনাম পুলিশের সংঘর্ষ। গুরুতর আহত পুলিশ কর্তা দেবজিৎ চট্টোপাধ্যায়। চোখে, হাতে চোট নিয়ে তিনি ভর্তি এসএসকেএম হাসপাতালে। তাঁকে দেখতে এসএসকেএম যাওয়ার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এমতাবস্থায় জখম পুলিশের প্রতি সহমর্মিতা তো দূর, বরং প্রশাসনকে কাঠগড়ায় তুলে নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন দিলীপ ঘোষ।

বিজেপি কর্মী, সমর্থকদের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ। এটা তারই প্রতিক্রিয়া। কোনও রাখঢাক না রেখেই বলেন দিলীপ ঘোষ। একই সঙ্গে তাঁর সংযোজন, “বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে এসে আটকে রেখেছে। একাধিক জায়গায় ট্রেনে পর্যন্ত উঠতে দেয়নি। শান্তিপ্রিয় কর্মীদের উত্তেজিৎ করে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানো হয়েছে। যা নিয়ে এখন সরকার বলার সুযোগ পাচ্ছে।” পুলিশের ‘অতি সক্রিয়তায়’ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির চিন্তা, ‘এরপর কী পুলিশ বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি ঢুকে মারবে?’

Published on: Sep 14, 2022 06:58 PM