Mathurapur: বিজেপির দলীয় কোন্দল তুঙ্গে, তুমুল বিক্ষোভ মথুরাপুরে

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Aug 07, 2023 | 9:39 PM

South 24 Parganas: উল্লেখ্য, গতকাল মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছিল কুলপির গুমুকবেড়িয়ার বাসিন্দা নবেন্দুসুন্দর নস্করকে। কারণ, বিদায়ী সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বারে বারে নানান বিতর্কে জড়িয়েছেন।

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি বদল ঘিরে বিজেপির দলীয় কোন্দল আরও একবার প্রকাশ্যে চলে এলো। নতুন জেলা সভাপতি নবেন্দুসুন্দর নস্করের অপসারণেরর দাবিতে আজ বিকেলে কুলপির রামকৃষ্ণপুরে জেলা কার্যালয়ের সামনে ও ভেতরে কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখাল সাংগঠনিক জেলার একাধিক কার্যকর্তা থেকে বিজেপির জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকেরা। বিক্ষোভকারীদের দাবি, ২০১৬ সালের পর থেকে নবেন্দুকে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে কুলপি পঞ্চায়েত সমিতির বিজেপির জয়ী প্রার্থী অরুণ নস্করের বিরুদ্ধে নির্দলের প্রার্থী হয়েছিলেন নবেন্দু। তারপরও কী করে তাকে জেলা সভাপতি নির্বাচিত করা হলো, প্রশ্ন তুলে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপির জেলা কার্যকর্তা থেকে জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকেরা।

উল্লেখ্য, গতকাল মথুরাপুর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি প্রদ্যুৎ বৈদ্যকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছিল কুলপির গুমুকবেড়িয়ার বাসিন্দা নবেন্দুসুন্দর নস্করকে। কারণ, বিদায়ী সভাপতি প্রদ্যুৎ বৈদ্য বারে বারে নানান বিতর্কে জড়িয়েছেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট চত্বরে দলের এক মহিলা কর্মী প্রকাশ্যে জুতোপেটা করেন প্রদ্যুতকে।

পঞ্চায়েত নির্বাচনে তহবিল তছরুপের অভিযোগ তুলেছিলেন দলেরই একাংশ। দলের মধ্যে থেকেই প্রদ্যুতকে অপসারণের দাবি জানানো হয়েছিল। রাজ্য নেতৃত্ব সেই দাবি মেনে অপসারণ করার ২৪ ঘন্টা কাটতে না কাটতে নতুন জেলা সভাপতির অপসারণের দাবি ওঠায় অস্বস্তিতে গেরুয়া শিবির।