Nadia Body Recovered: মেঝে খুঁড়ে ব্যবসায়ী মৃতদেহ
মঙ্গলবার সফিকুলের পরিবার নবদ্বীপ থানা অভিযোগ দায়ের করার পরেই পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আজ ঘটনাস্থলে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ তোলা হয় মাটির নীচ থেকে।
নবদ্বীপ থানার পুলিশের তৎপরতায় নিখোঁজ মধু ব্যবসায়ী মৃতদেহ উদ্ধার হল ঘরের মেঝের তলা থেকে। ঘটনায় অভিযুক্ত মন্টু মন্ডলকে গ্রেফতার করেছে নবদ্বীপ থানার পুলিশ। গত 9 জুলাই থেকে নিখোঁজ ছিল পেশায় মধু ব্যবসায়ী সফিউল মন্ডল। মৃত ব্যবসায়ী নদীয়ার নবদ্বীপ থানার মিয়াপাড়ায় মধুর ব্যবসা করতেন। তার বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। প্রতিবেশী সম্পর্কে ভাগ্নে মিয়া পাড়ায় সফিকুলের কাছে বেড়াতে আসে। তারপরেই দুজনের মধ্যে নারী গঠিত বিষয় নিয়ে বড়সা শুরু হয়। তারপরেই বাঁশ দিয়ে শফিকুলের মাথায় মেরে তাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে প্লাস্টার করে দেয়। মঙ্গলবার সফিকুলের পরিবার নবদ্বীপ থানা অভিযোগ দায়ের করার পরেই পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। আজ ঘটনাস্থলে নিয়ে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ তোলা হয় মাটির নিচ থেকে। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।