Arshad Warsi News: বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি এবার পড়েছেন বিপাকে
মুন্নাভাই থেকে জলি এলএলবি, বক্স অফিস কাঁপানো একাধিক ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল সিনে প্রেমীরা। বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি এবার পড়েছে বিপাকে। স্টকের দামে কারচুপি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
মুন্নাভাই থেকে জলি এলএলবি, বক্স অফিস কাঁপানো একাধিক ছবিতে তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছিল সিনে প্রেমীরা। সার্কিটের নানা ডায়লগ এখনও ঘোরে লোকের মুখে মুখে। বলিউড অভিনেতা আরশাদ ওয়ারসি এবার পড়েছে বিপাকে। স্টকের দামে কারচুপি করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। উঠেছে শেয়ার বাজারকে বেআইনি ভাবে প্রভাবিত করার অভিযোগও। নাম জড়িয়েছে তাঁর স্ত্রী মারিয়া গোরেটিরও। আপাতত আর তিনি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে পারবেন না বলে জানা যাচ্ছে। কঠোর পদক্ষেপ নিয়েছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ‘শেয়ার পাম্প অ্যান্ড ডাম্প’ কেসে আরশাদ সহ প্রায় ৪৫ জন ইউটিউবারের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই বাজার নিয়ন্ত্রক সংস্থা। বিভ্রান্তিকর ভিডিও আপলোড করা,শেয়ার কেনার জন্য বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করার অভিযোগ উঠেছে এই চ্যানেলগুলির বিরুদ্ধে। ‘শেয়ার পাম্প অ্যান্ড ডাম্প’কে বর্তমানে শেয়ারের আর্থিক জালিয়াতির ক্যাটাগরিতে রাখা হয়েছে। এর মাধ্যমে ঘুরপথে শেয়ার বাজারকে ভুল পথে চালানো করা যায়।কোনও প্রভাবশালী ব্যক্তি ইউটউবে তাঁদের চ্যানেলের মাধ্যমে একটি স্টকের লাগাতার প্রচার করতে থাকেন। বিনিয়োগকারীরা তাঁকে বিশ্বাস করে সেই স্টকে বিনিয়োগ শুরু করে। এদিকে ততক্ষণে ওই প্রভাবশালী ব্যক্তি বড় মাত্রায় ওই স্টক কিনে রেখে দেন। ভ্যালু বাড়লে স্টকটি বিক্রি করে দেন। এই অভিযোগই উঠেছে আরশাদ সহ আরও ৩৫টি ইউটিউব চ্যানেলের মালিকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আরশাদ।