BSNL Recharge: দিনে ৫ টাকায় সারা বছর হাই-স্পিড ডেটা

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Apr 17, 2023 | 5:50 PM

সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল এই রিচার্জ প্যাকে কাস্টমাররা 600GB হাই-স্পিড মোবাইল ডেটা পাবেন। ডেইলি হাই-স্পিড ডেটার কোটা শেষ করে ফেললে ইন্টারনেট স্পিড 40 Kbps হবে। এই প্ল্যানের বৈধতা 365 দিন । এই প্ল্যানে SMS বেনিফিটও অফার করা হবে। ৩০ দিনের জন্য কাস্টমারদের Free BSNL Tune অফার করা হবে

এক বছর ভ্যালিডিটির একটি দুর্দান্ত প্ল্যান বশণল-এর। এই মুহূর্তে Jio, Airtel বা Vi-এর কাছে নেই এমন প্ল্যান । BSNL-এর এই প্ল্যান রিচার্জ করতে গ্রাহকদের ১,৯৯৯ টাকা খরচ করতে হবে । বিপুল পরিমাণ ডেটা, সম্পূর্ণ বিনামূল্যে আনলিমিটেড কলিংয়ের মতো একাধিক অফার আছে প্ল্যানটিতে।
বার্ষিক এই প্ল্যানে কাস্টমারদের আনলিমিটেড লোকাল, এসটিডি এবং ন্যাশনাল রোমিং ভয়েস কল দিচ্ছে । সবথেকে আকর্ষণীয় বিষয়টি হল এই রিচার্জ প্যাকে কাস্টমাররা 600GB হাই-স্পিড মোবাইল ডেটা পাবেন। ডেইলি হাই-স্পিড ডেটার কোটা শেষ করে ফেললে ইন্টারনেট স্পিড 40 Kbps হবে। এই প্ল্যানের বৈধতা 365 দিন । এই প্ল্যানে SMS বেনিফিটও অফার করা হবে। ৩০ দিনের জন্য কাস্টমারদের Free BSNL Tune অফার করা হবে। প্ল্যানটিতে এক মাসের জন্য কাস্টমারদের Free Lokdhun এবং Eros এন্টারটেইনমেন্ট অফার করা হবে । এত বিপুল ডেটা আর কোন সংস্থার অফার করে?
৩৬৫ দিনের নিরিখে হিসেব করলে এই প্ল্যানে প্রতিদিন ৫ টাকা খরচ।

Published on: Apr 17, 2023 05:50 PM