গ্রামে পরিস্রুত জল দিতে ‘জল জীবন মিশন’
পরিস্রুত জল দিতে 'জল জীবন মিশন'।
স্বাধীনতার পর প্রথম অর্থমন্ত্রী ছিলেন সন্মূখম চেত্তি। তারপর অর্থ মন্ত্রক সামলেছেন ইন্দিরা গান্ধীও। ইতিহাস বদলেছে ভারতের, কিন্তু চেনা ছবিটা বদলায়নি বহু বছর। প্রত্যেকবারই ব্রিফকেস হাতে দেখা যেত অর্থমন্ত্রীদের। প্রথমবার প্রথা ভাঙেন নির্মলা সীতারমন। ইন্দিরার পর তিনিই দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী। আর তাঁর হাত ধরেই বদলায় সেই চিরাচরিত প্রথা।
Latest Videos