Panchayat Election 2023: বাসের দেখা নাই রে!

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Jul 07, 2023 | 6:23 PM

ঘটনা বাঁকুড়ার কোতুলপুরের নেতাজী মোড়ের। বাঁকুড়ার কোতুলপুরের নেতাজীমোড় বাঁকুড়া জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত । এই মোড় দিয়ে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল করে। বিভিন্ন রুটের অসংখ্য যাত্রী নিত্যদিন এই মোড় দিয়ে যাতায়াত করেন। এদিনও বিভিন্ন রুটের যাত্রীরা বিভিন্ন গন্তব্যের যাওয়ার উদ্যেশ্যে নেতাজী মোড়ে জড়ো হয়েছিলেন

ভোটের জন্য আজ থেকেই তুলে নেওয়া হয়েছে অধিকাংশ বাস, ছোট গাড়ি। আর তার জেরেই রীতিমত সমস্যায় সাধারণ যাত্রীরা। দীর্ঘক্ষণ ধরে বাস না পেয়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমে বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। ঘটনা বাঁকুড়ার কোতুলপুরের নেতাজী মোড়ের। বাঁকুড়ার কোতুলপুরের নেতাজীমোড় বাঁকুড়া জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত । এই মোড় দিয়ে জেলার বিভিন্ন রুটে বাস চলাচল করে। বিভিন্ন রুটের অসংখ্য যাত্রী নিত্যদিন এই মোড় দিয়ে যাতায়াত করেন। এদিনও বিভিন্ন রুটের যাত্রীরা বিভিন্ন গন্তব্যের যাওয়ার উদ্যেশ্যে নেতাজী মোড়ে জড়ো হয়েছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করেও নির্দিষ্ট গন্তব্যের বাস না পেয়ে শেষ পর্যন্ত রাস্তায় নেমে ক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। পরে খবর পেয়ে কোতুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।