বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, টিকিট পেলেন মুকুল-রাহুল-শমীক-রুদ্র
অলঙ্করণ- অভীক দেবনাথ

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, টিকিট পেলেন মুকুল-রাহুল-শমীক-রুদ্র

sreejayee das |

Mar 18, 2021 | 5:48 PM

এ বারের তালিকায় আরও বেশ কয়েকজন সাংসদের নাম থাকছে। দীর্ঘ দিন বাদে মুকুল রায় নির্বাচনী যুদ্ধে নামছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়।

পশ্চিমবঙ্গে আরও এক দফায় বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2021) প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি (BJP)। রাজধানীর সদর দফতরে এ দিন সাংবাদিক বৈঠক করে এ দিন ১৪৮ জন প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। বিধানসভা ভোটের তৃতীয় ও চতুর্থ দফার ৭৫ টি আসনের মধ্যে ৬৩ টি আসনের প্রার্থী তালিকা গত রবিবার ঘোষণা করে বিজেপি। বুধবার আরও ৪ আসনে প্রার্থীদের নাম ঘোষণা হয়। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে গভীর রাত পর্যন্ত চলে এই বৈঠক। সূত্রের খবর, এ বারের তালিকায় আরও বেশ কয়েকজন সাংসদের নাম থাকছে। দীর্ঘ দিন বাদে মুকুল রায় নির্বাচনী যুদ্ধে নামছেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তালিকায় নাম রয়েছে সাংসদ জগন্নাথ সরকার-সহ রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য, রাহুল সিনহার।