Panchayat Election 2023: বিজেপি থেকে তৃণমূল থেকে ফের বিজেপি
বিজেপির জয়ী প্রার্থী তৃণমূলে যোগদানের কয়েক দিনের মধ্যেই বিজেপিতে যোগদান। ভোটে জিতেও তৃণমূলে যোগদান করেছিলেন বিজেপি প্রার্থী। কয়েকদিন যেতে না যেতেই তৃণমূল থেকে ফের বিজেপিতে যোগদান। দল পরিবর্তনের কাজিয়ায় মেতে উঠেছে গোঘাটের রাজনীতি।
বিজেপির জয়ী প্রার্থী তৃণমূলে যোগদানের কয়েক দিনের মধ্যেই বিজেপিতে যোগদান। ভোটে জিতেও তৃণমূলে যোগদান করেছিলেন বিজেপি প্রার্থী। কয়েকদিন যেতে না যেতেই তৃণমূল থেকে ফের বিজেপিতে যোগদান। দল পরিবর্তবের কাজিয়ায় মেতে উঠেছে গোঘাটের রাজনীতি। পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেই গোঘাটের ভাদুর অঞ্চলের ২০৬ নম্বর বুথে জয়ী হয়েও বিজেপি প্রার্থী সঞ্জয় সাঁতরা যোগদান করেছিলেন তৃণমূলে। সদ্য তৃণমূলের যোগদান করার পরই রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক বিমান ঘোষ পুনরায় বিজেপিতে ফিরিয়ে আনলেন সঞ্জয়কে। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, গ্রামের তৃণমূলের কিছু স্থানীয় নেতৃত্ব ভয় দেখায় বিভিন্নভাবে। তৃণমূলের কিছু লোকাল নেতৃত্ব ভয় দেখিয়ে, চমকিয়ে শাসিয়ে তাদের দলে যেতে বাধ্য করেছিল। কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই পুনরায় আবার বিজেপিতে ফিরে এলাম বিমান দার হাত ধরে। এই যোগদান প্রসঙ্গে পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ বলেন, আমাদের দল থেকে যারা জিতেছে তাদেরকে তৃণমূলের নেতারা চমকে, ধমকে আবারও কখনো টাকার প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করাচ্ছে। সেই সমস্ত তৃণমূল নেতাদের সাবধান করে দিয়ে বলেন, আপনারা যদি আমাদের একজনকেও এইভাবে তৃণমূলে যেতে বাধ্য করেন তাহলে আমরাও জানি আপনাদের জয়ী প্রার্থীদেরকে কিভাবে দলে টানতে হয় সুতরাং আপনারা আপনাদের নিয়ে থাকুন।আমাদের নিয়ে আপনাদের অত ভাবতে হবে না। আমাদের কোন প্রার্থীকে এইভাবে চমকানো ধমকানো যাবে না। বিমান ঘোষ এও অভিযোগ করেন খানাকুলে যে সিটগুলি বিজেপি পেয়েছে তাদের প্রত্যেককে ৩০ লক্ষ করে টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করানোর চেষ্টা চলছে। যদিও এ বিষয়ে তৃণমূল নেতৃত্বের কোন জবাব পাওয়া যায়নি।