Long Drive Effects: নতুন গাড়িতে লং ড্রাইভে ক্যানসার?

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 16, 2023 | 12:07 PM

নতুন গাড়িতে লং ড্রাইভে ক্যানসারের ঝুঁকি। হ্যাঁ সম্প্রতি এমনই দাবি ২ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। নতুন গাড়ির গন্ধই নাকি ঝুঁকি বাড়ায় ক্যানসারের। ১২ দিন ধরে একটি নতুন গাড়িতে পরীক্ষা হয়।

নতুন গাড়িতে লং ড্রাইভে ক্যানসারের ঝুঁকি। হ্যাঁ সম্প্রতি এমনই দাবি ২ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। নতুন গাড়ির গন্ধই নাকি ঝুঁকি বাড়ায় ক্যানসারের। ১২ দিন ধরে একটি নতুন গাড়িতে পরীক্ষা হয়। সিল করা গাড়িটি নানা পরিবেশের মধ্যে দিয়ে যায়। ১২ দিন পরে গাড়িতে একটি কার্সেনোজেনিক উপাদান পাওয়া যায়। ফরম্যালডিহাইড গ্যাসে ভর্তি ছিল সেই গাড়ি। চিনের বেজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি ও হাভার্ড বিশ্ববিদ্যালয় এই গবেষণা করে। চিন ও আমেরিকা দুই দেশের নিরিখে ফরম্যালডিহাইড ক্যানসারের সম্ভাব্য কারণ। গাড়িতে রঙ, বার্ণিশ আর টেক্সটাইলে থাকে এই উপাদান। এর থেকে মুক্তির কীভাবে? নির্মাতাদের ফরম্যালডিহাইড ছাড়ে উপাদান এড়িয়ে যেতে বলছেন গবেষকরা। ২০২১ এ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ১টি গবেষণা জানায় নতুন এসইউভি ক্যানসারের ঝুঁকি বাড়ায়।