Car Speed In Highway: হাইওয়েতে বাড়বে গাড়ির গতি!

rahul Sadhukhan |

Dec 23, 2023 | 4:36 PM

উন্নত দেশগুলির হাইওয়েতে যে গতিতে গাড়ি চলে তার চেয়ে ভারতে অনেকটাই কম গতিবেগে গাড়ি চলে। তার সরাসরি প্রভাব পড়ে জিডিপিতে। একনজরে দেখে নিন কোন দেশে কত গতিবেগে গাড়ি চলে।

উন্নত দেশগুলির হাইওয়েতে যে গতিতে গাড়ি চলে তার চেয়ে ভারতে অনেকটাই কম গতিবেগে গাড়ি চলে। তার সরাসরি প্রভাব পড়ে জিডিপিতে। ভারতের জিডিপির ১৮% ব্যয় হয় পণ্য পরিবহনে। একনজরে দেখে নিন কোন দেশে কত গতিবেগে গাড়ি চলে।

পরিকল্পনার জন্য দরপত্র ডাকার কাজ সুরু হবে ২০২৮-২৯ অর্থ বর্ষ থেকে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ীর আশা ,এই উচ্চ গতি সম্পন্ন হাইওয়েতে বর্তমান গতিবেগের দ্বিগুণ বেগে গাড়ি ছুটবে। এই রাস্তাগুলির পরিকল্পনা এমনভাবে করা হয়েছে যাতে দেশের যেকোনও প্রান্ত থেকে এদের দূরত্ব ১০০ থেকে ১৫০ কিলোমিটার হয়।

সূত্রের খবর ইতিমধ্যে কেন্দ্রীয় সড়ক পরিবহন দফতর এই রাস্তা নির্মাণের জন্য প্রাথমিক জায়গা বাছাই করে ফেলেছে। আগামী ২ দশকে যানজট কমিয়ে চার ও ছয় লেনের রাস্তা তৈরিই লক্ষ্য কেন্দ্রের।