Viral Video: সাপের গালে বিড়ালের থাপ্পড়!
যতবারই সাপটি তার দিকে এগোচ্ছে,বিড়ালটি তাকে ভয় দেখাচ্ছে। অবশেষে সাপটি যখন ফের তার দিকে এগিয়ে এল,সে রেগে গিয়ে সপাটে এক চড় মেরে দিল। তারপরেই সাপটিও ভয় পেয়ে সাখান থেকে চলে গেল
একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে,একটি বিড়ালের দিকে একটি সাপ তেড়ে আসছে। বারবার ফনা তুলে বিড়ালটিকে ভয় দেখানোর চেষ্টা করছে। এখানেই শেষ নয়,বিড়ালটিও প্রথমে ভয় পেয়ে পিছুপা হয়েছিল। কিন্তু তারপরেই সাহসিকতার পরিচল দিল। যতবারই সাপটি তার দিকে এগোচ্ছে,বিড়ালটি তাকে ভয় দেখাচ্ছে। অবশেষে সাপটি যখন ফের তার দিকে এগিয়ে এল,সে রেগে গিয়ে সপাটে এক চড় মেরে দিল। তারপরেই সাপটিও ভয় পেয়ে সাখান থেকে চলে গেল। এই ভিডিয়টি ‘purrfectfloof’ নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লাখ লাখ লাইক ও কোটি কোটি ভিউ এসেছে। কেউ বলেছেন,’বিড়ালের সাহসিকতা দেখে আমি অবাক’।