সিবিআই কোন কোন প্রশ্ন করতে পারে রুজিরা নারুলা-কে ?
ছবি - TV9 Bangla

সিবিআই কোন কোন প্রশ্ন করতে পারে রুজিরা নারুলা-কে ?

Debasmita Chakraborty |

Feb 23, 2021 | 5:02 PM

কয়লা কাণ্ডে (Coal Scam) জিজ্ঞাসাবাদের জন্য আজই সিবিআই-কে সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় (Rujira Naroola Banerjee)।

কয়লা কাণ্ডে (Coal Scam) জিজ্ঞাসাবাদের জন্য আজই সিবিআই-কে সময় দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায় (Rujira Naroola Banerjee)। চিঠি দিয়ে তিনি সিবিআইকে জানিয়েছেন, “১১ টা থেকে তিনটের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য আসুন।” জিজ্ঞাসাবাদের জন্য রীতিমতো কোমর বেঁধেছেন গোয়েন্দারা। তদন্তকারীদের সাত সদস্যের একটি দল গঠন করা হয়েছে। তাতে রয়েছেন দুই মহিলা অফিসারও। উল্লেখ্য, সোমবারই রুজিরার বোন মেনোকাকে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

 

Published on: Feb 23, 2021 10:29 AM