বাংলায় স্তুতি, বাবা তারকনাথ ও জগন্নাথ দেবকে প্রণাম নরেন্দ্র মোদীর

বাংলায় স্তুতি, বাবা তারকনাথ ও জগন্নাথ দেবকে প্রণাম নরেন্দ্র মোদীর

Debasmita Chakraborty |

Feb 22, 2021 | 6:29 PM

তারকনাথ, জগন্নাথ দেবকে আমার প্রণাম।

ডানলপ গ্রাউন্ডের জনসভায় বাংলায় ভাষণ শুরু প্রধানমন্ত্রীর। তারকনাথ, জগন্নাথ দেবকে আমার প্রণাম। হুগলির পুণ্যভূমিতে এসে আমি ধন্য। বাংলায় পরিবর্তনের প্রয়োজন রয়েছে। রেল, মেট্রো প্রকল্পের কাজ অত্যন্ত দ্রুত গতিতে হবে। আজ রেল ও মেট্রোর উপহার দেব। বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন। পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলা।