মন মজেছে মোদীর বাংলার মেয়ের ভাষণে
মন মজেছে মোদীর

মন মজেছে মোদীর বাংলার মেয়ের ভাষণে

aryama das |

Feb 22, 2021 | 8:15 PM

পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এল হাওড়ার শ্রাবণী।

বাংলার দিদির সঙ্গে ভাষণে ভাষণে টক্কর চলে তার। সেই বাংলার এক বোনের ভাষণে আবেগে ভাসলেন মোদী। ভার্চুয়ালি পুরো বক্তৃতা শুনে টুইট করেন তিনি। পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এল হাওড়ার শ্রাবণী।